Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চগ্রাম তরুণ সংঘের পাঁচ দিন ব্যাপী বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠা

পঞ্চগ্রাম তরুণ সংঘের পাঁচ দিন ব্যাপী বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান  চামেলী ভট্টাচার্য : হাওড়া বিশ্বখ্যাত বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে পঞ্চগ্রাম তরুণ সংঘ বিগত বছরগুলির ন্যায় ঐতিহ্য পরম্পরা বজায় রেখে, শুভাশীর…

 



পঞ্চগ্রাম তরুণ সংঘের পাঁচ দিন ব্যাপী বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান  

চামেলী ভট্টাচার্য : হাওড়া বিশ্বখ্যাত বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে পঞ্চগ্রাম তরুণ সংঘ বিগত বছরগুলির ন্যায় ঐতিহ্য পরম্পরা বজায় রেখে, শুভাশীর্বাদ ও হৃহৃদয় ছোঁয়া ভালোবাসা সঙ্গী করে গ্রামীন কর্মক্লান্ত জনজীবনে ক্ষণিক অবসর, একটু বিনোদন, ছাত্র ও যুব সমাজের মধ্যে পরিশীলিত চেতনা, সুপ্ত প্রতিভা ও ক্রীড়াশৈলী বিকাশের লক্ষ্যে ১১ই জানুয়ারী, থেকে ১৫ই জানুয়ারী, ২০২৪ পর্যন্ত বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।কবি  সঞ্জীব কুমার রাহা, প্রত্যুষ ঘোষ গায়ক, রাজা  শেখ সমাজসেবী ও গৃহনির্মাণ শিল্পী, শেখ আকবর মানবিক ও সমাজসেবী  প্রমুখ অনুষ্ঠানে উস্থিত ছিলেন, অনুষ্ঠানে অতিথিরা স্বামী বিবেকানন্দের আদর্শে যুবসমাজকে উদ্বুদ্ধ হতে বলেন, কয়েক হাজার গ্রামবাসী আর ওখানকার তরুণ সংঘ ক্লাবের সকল সদস্য অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে নিঃস্বার্থভাবে কাজ করছেন।বিশেষ করে শংকর জানা দারুণ ভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন।

 কয়েক হাজার নারীপুরুষ আবাল বৃদ্ধ বনিতা অনুষ্ঠানে অংশ নেন। কবি সঞ্জীব কুমার রাহা মানবসেবার জন্য সকল গ্রামবাসীকে একঝোগে  কাজ করার আহ্বান জানান। উপস্থিত সকল অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানালাম পঞ্চগ্রাম তরুণ সংঘের সদস্য-সদস্যাবৃন্দ ।


No comments