Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে জমেছে উঠেছে পিকনিকের আসর ।

বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে জমেছে উঠেছে পিকনিকের আসর ।
শীতকাল মানেই পিকনিক আর প্রতিবছর পিকনিকের মরশুমে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মন্দারমনি সহ একাধিক জায়গায় ভিড় জমায় পর্যটকরা। বড়দিন উপলক…

 




বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে জমেছে উঠেছে পিকনিকের আসর ।


শীতকাল মানেই পিকনিক আর প্রতিবছর পিকনিকের মরশুমে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মন্দারমনি সহ একাধিক জায়গায় ভিড় জমায় পর্যটকরা। বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গুলির পাশাপাশি তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে চলছে পিকনিক। সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছে পরিবার থেকে বন্ধুবান্ধবরা। বেলা বাড়ার সাথে সাথে জোর কদমে চলে রান্নার প্রস্তুতি। দুপুর গড়াতেই ভিড় উপচে পড়ছে রূপনারায়ন নদীর পাড়ে। কেউ পরিবারকে নিয়ে রান্নাবান্না করে এনে রূপনারায়ন নদীর পাড়ে বসে খাওয়া-দাওয়া করে বড়দিনকে উপভোগ করছেন, কেউবা সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া এবং বিকেলের চা পর্যন্ত নদীর পাড়ে তৈরি করে একসাথে খাচ্ছেন। সারা বছর ধরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও পঁচিশে ডিসেম্বর এই দিনটি পরিবারের সঙ্গে পিকনিকে মেতে উঠতে পেরে খুব ভালই লাগছে এমনটাই জানান পিকনিক করতে আসা এক মহিলা। সব মিলিয়ে  বড়দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনেরা বড়দিনটিকে উপভোগ করার জন্য মেতে উঠেছেন পিকনিকে।

No comments