Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটিরশিল্প মেলার উদ্বোধন

তমলুকের তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটিরশিল্প মেলার উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটিরশিল্প মেলার উদ্বোধন হল রবিবার। তমলুক রাজময়দানে মেলার উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চ…

 



তমলুকের তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটিরশিল্প মেলার উদ্বোধন 

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটিরশিল্প মেলার উদ্বোধন হল রবিবার। তমলুক রাজময়দানে মেলার উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক তনভির আফজল, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। এ বার মেলার ২৫তম বর্ষ। ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার তমলুক সহজ জুড়ে এক বিশাল সুসজ্জিত শোভাযাত্রা পরিক্রমা হয় মেলা কমিটির পক্ষ থেকে, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে এই শোভাযাত্রা শুরু হয় তমলুক শহরের ভেতর থেকে গিয়ে তমলুকের হাসপাতাল মোড় ও মানিকতলা হয়ে রাজবাড়ি ময়দানে প্রবেশ করে। এই সুসজ্জিত শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় করে তমলুক শহরের মানুষজনেরা।মেলা কমিটির সম্পাদক তথা তমলুকের পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, "মেলা প্রাঙ্গণে বিভিন্ন সামগ্রীর স্টল ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৌদ্ধ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ১ জানুয়ারি পর্যন্ত।" মেলার প্রথম দিন অর্থাৎ রবিবার উদ্বোধনের দিন মেলা জুড়ে ছিল বিশাল মানুষের জমজমাটি ভিড়। 

 দুয়ারে সরকারের পাশাপাশি দুয়ারে দুয়ারে মেলাটাও প্রয়োজন এই মেলার মাধ্যমেই অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে এমনটাই জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানভীর আফজল।

No comments