Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের দরজা ভেঙ্গে চুরি নন্দীগ্রামে

স্কুলের দরজা ভেঙ্গে চুরি নন্দীগ্রামেনন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালী গ্রামের ঘটনা।স্কুলের দরজার তালা ভেঙে সাউদখালীর দুটি স্কুলে ৩৫০ কেজি চাল ও অনান্য জিনিসপত্র চুরির ঘটনা ঘটল।শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারা…

 



স্কুলের দরজা ভেঙ্গে চুরি নন্দীগ্রামে

নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালী গ্রামের ঘটনা।

স্কুলের দরজার তালা ভেঙে সাউদখালীর দুটি স্কুলে ৩৫০ কেজি চাল ও অনান্য জিনিসপত্র চুরির ঘটনা ঘটল।শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান সাউদখালী ভজহরি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ও স্কুল লাগোয়া আইসিডিএস কেন্দ্রের দরজার তালা ভঙে চাল ও অনান্য জিনিসপত্র চুরি করে পালিয়েছে দুস্কৃতিরা । স্কুলে চুরি হয়েছে বুঝতে পেরে দুই স্কুলের শিক্ষক শিক্ষাকাদের খবর দেন স্থানীয় বাসিন্দারা । 

প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রূপম মন্ডল  

অপরদিকে আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা সীমা জানা  পড়ুয়া বলেন সকাল সাড়ে ৬টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ফোন করে চুরির কথা জানায় । এসে তারা দেখেন দরজা খোলা,তালা ভাঙ্গা। ঘরের ভেতর থেকে দুটো স্কুল মিলিয়ে ৩৫০ কেজি চাল,৫০ কেজি ডাল রান্নার জন্যে রাখা ৫ লিটার তেল চুরি গিয়েছে। এ বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন তারা।

No comments