ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/YDNbHqt-g7A?si=fW7UhZTTSGxcb9Wdশিল্প সংস্থার উদ্যোগে পরিশুদ্ধ পানীয় জল পান করবে স্কুলের ছাত্র-ছাত্রীরা
দূষণে জর্জরিত শিল্পশহর হলদিয়া।পরিবেশ ও বায়ু দুষণের পাশাপাশি জল দূষণের শিকার হলদিয়া…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/YDNbHqt-g7A?si=fW7UhZTTSGxcb9Wd
শিল্প সংস্থার উদ্যোগে পরিশুদ্ধ পানীয় জল পান করবে স্কুলের ছাত্র-ছাত্রীরা
দূষণে জর্জরিত শিল্পশহর হলদিয়া।পরিবেশ ও বায়ু দুষণের পাশাপাশি জল দূষণের শিকার হলদিয়া শিল্পাঞ্চলের বাসিন্দারা। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পরিশুদ্ধ পানীয় জলের জোগান দিতে এগিয়ে এলো হলদিয়া একটি শিল্প সংস্থা। হলদিয়ার হিরন্ময়ী এনার্জি লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের তহবিল থেকে প্রায় লক্ষাধিক টাকা ব্যায় করে হলদিয়ার কিশমত শিবরামনগর ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ওয়াটার ফিল্টার বসানো হয়েছে। শুক্রবার "জল দান,জীবন দান" প্রকল্পের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই শিল্প সংস্থার বিভিন্ন আধিকারিক সহ দেভোগ গ্রাম পঞ্চায়েতের সদস্য কাঞ্চন খাঁড়া, স্কুলের প্রধান শিক্ষক দুর্গেশ চন্দ্র হুতাইত প্রমুখ।শিল্প সংস্থার সহ-জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ মাইতি বলেন, প্রায় ৮০ লিটার জল এই ফিল্টারে মজুত থাকবে।শীতকালে পড়ুয়ারা গরম জল এবং গ্ৰীষ্মকালে ঠান্ডা জল পান করতে পারবে। পাশাপাশি জীবাণু বিহীন এই জল পান করে পড়ুয়ারা সুস্থ থাকবে।"
No comments