Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! হলদিয়া থেকে নিখোঁজ বালক

নিখোঁজ হলদিয়া থেকে ১৩ বছরের বালক পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বাসুলিয়া স্টেশন থেকে ১৩ বছরের বালক নিখোঁজ। নাম আতাউল আলি সূত্রে জানা যায় হলদিয়া পাঁশকুড়া ট্রেনে উঠে চলে যায়। তার পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি।…

 




নিখোঁজ হলদিয়া থেকে ১৩ বছরের বালক

 পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বাসুলিয়া স্টেশন থেকে ১৩ বছরের বালক নিখোঁজ। নাম আতাউল আলি সূত্রে জানা যায় হলদিয়া পাঁশকুড়া ট্রেনে উঠে চলে যায়। তার পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। তাই নির্দিষ্ট এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য আবেদন করলেন।

 নাম আতাউর রহমান বাবার নাম শেখ শওকত আলী উত্তর বাঁশুলিয়া পূর্ব মেদিনীপুর তাজনগর। আতাউলের বাবা জানান ট্রেন লাইনে খেলা করেছিল সেই সময় হলদিয়া পাঁশকুড়া লোকাল ট্রেনটি এসে যায়। সম্ভবত ট্রেনে উঠে পরে ট্রেন ছেড়ে চলে যায় পরে খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। কোন সহৃদয় ব্যক্তি যদি ছেলেটিকে দেখতে পান তাহলে ৯৯৩৩৬০৯৭৮২ নাম্বারে এবং ৮০৪৪৯৪৮২৯৫,৯৫ ৯৩০৯ ৫৫৭১ যোগাযোগ করবেন।

No comments