Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবৈধ মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল গ্রামের প্রমিলা বাহিনী

অবৈধ মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল গ্রামের প্রমিলা বাহিনী
অবৈধ মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল গ্রামের প্রমিলা বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দোঁবাধি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা। গ্র…

 


অবৈধ মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল গ্রামের প্রমিলা বাহিনী


অবৈধ মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল গ্রামের প্রমিলা বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দোঁবাধি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় পাঁচ-সাত বছর ধরে দোঁবাধিতে এগরা- কাঁথি রাজ্য সড়কের ধারে রমরমিয়ে চলছিল বেআইনি মদের কারবার। সন্ধ্যা হলেই বসে যেত মদের আসর। এখানে আট থেকে আশি সকলেই মদের প্রতি আসক্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারে গিয়ে মেয়েদের উপর অত্যাচার চালাত বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি, স্থানীয় পুলিশ- প্রশাসন ও আবগারি দফতরে বহুবার জানিয়েও কোন লাভ হয়নি। গ্রামের এক মহিলা জানিয়েছেন, এই বেআইনি মদ দোকান থেকে আবগারি ও পুলিশ প্রতি মাসে মোটা টাকা মাসোয়ারা নেয়। তারজন্য প্রশাসনের কোন হেলদোল নেই। অভিযোগ, বালিঘাই এলাকার কিছু যুবক দোঁবাধিতে এসে মদ খেয়ে রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত করে। শুক্রবার রাতে উত্তেজিত মহিলা বাহিনী দোঁবাধিতে একটি অবৈধ ও বেআইনি মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেয়। এদিন তাঁরা কয়েকশো লিটার মদ নষ্ট করে। পাশাপাশি দেশি ও বিদেশি মদ নষ্ট করে দেয়। সেইসঙ্গে জলের বোতল ভেঙে দেয় এবং মদের চার্ট অর্থাৎ খাওয়ারও নষ্ট করে প্রমিলা বাহিনী। রাস্তার উপরে পড়ে রয়েছে শুধুই ভাঙা কাঁচ। তবে এদিন অবশ্য  পুলিশ-প্রশাসনের দেখা মেলেনি। কিন্তু বেআইনি মদ দোকানি বিশু জানা পলাতক। গ্রামবাসীদের দাবি, আর যদি এখানে অবৈধভাবে কেউ মদের ঠেক চালায় তাহলে আমরা ভেঙে গুঁড়িয়ে দেব। যত বড়ো মাপের প্রভাবশালী হোক না কেন কাউকে রেয়াত করা হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে।

No comments