ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/vwNxiRUp4HQবায়ুর অন্নপ্রাশনের বিশেষ অনুষ্ঠানের সাক্ষী হাজরা মোড়
আকাশ ও দেবাঙ্গনার তাদের ছেলে বায়ুর অন্নপ্রাশনের বিশেষ অনুষ্ঠান নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমি নিজে বাড়িতে। বিশেষ মিউজিকা…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/vwNxiRUp4HQ
বায়ুর অন্নপ্রাশনের বিশেষ অনুষ্ঠানের সাক্ষী হাজরা মোড়
আকাশ ও দেবাঙ্গনার তাদের ছেলে বায়ুর অন্নপ্রাশনের বিশেষ অনুষ্ঠান নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমি নিজে বাড়িতে। বিশেষ মিউজিকাল আসর বসেছিল সন্ধ্যা থেকেই। সেই আসরে প্রখ্যাত ইন্ডিয়ান আইডল এবং জি বাংলার অর্পিতা চক্রবর্তী, মনীষা কর্মকার এবং সায়ন পাল সংগীত পরিবেশন করেন আট থেকে আশি সেই সঙ্গীতের মূর্ছনায় সকলেই মেতে উঠলেন। বায়ুর দাদু, ঠাকুমা উৎপল জানা এবং শ্রীমতি ছন্দ জানা বাবা আকাশ ও মা দেবাঙ্গনা সকল কে নিয়েই আনন্দের রূপ সাগরে ভেসে গেলেন। সাক্ষী থাকলেন শিল্পশহর হলদিয়া হাজরা মোড়, সাক্ষী থাকলেন ৯ ডিসেম্বর বায়ুর অন্নপ্রাশনের বিশেষ অনুষ্ঠানে আট থেকে আশি সকলেই নটরাজ ড্যান্স অ্যান্ড কালচার একাডেমি শুভাকাঙ্ক্ষীরা।
No comments