ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/l0tORCg2G00?si=e3Fru7v8yC_vViRV
৩৮তম মাস্টার অ্যাথলেটিকস রাজ্য মিট হলদিয়াতে৮ থেকে ৮০ সকলেই মিলিত হয়েছে মাস্টার অ্যাথলেটিস রাজ্যমিট হলদিয়াতে ৩৫ বছর থেকে শুরু হয় ৮০ বছর পর্যন্ত যারা সক্ষম ত…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/l0tORCg2G00?si=e3Fru7v8yC_vViRV
৩৮তম মাস্টার অ্যাথলেটিকস রাজ্য মিট হলদিয়াতে
৮ থেকে ৮০ সকলেই মিলিত হয়েছে মাস্টার অ্যাথলেটিস রাজ্যমিট হলদিয়াতে ৩৫ বছর থেকে শুরু হয় ৮০ বছর পর্যন্ত যারা সক্ষম তারাই খেলার মাঠে থাকেন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া কলকাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া বন্দরের স্টেডিয়ামে দুদিনের রাজ্য মাস্টার অ্যাথলেটিক্স ৩৮ তম বর্ষে উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হয়েছে ক্রীড়া অনুষ্ঠান তবে এবারের বিশেষ আকর্ষণ ৮৭ বছরের এক যুবক ৪০০ ও ৫০০ কিলোমিটার রানে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করেছেন ৬৭ বছরের এক তরুণী তিনিও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন। সারা রাজ্য থেকে প্রায় ২৩৪ জন অ্যাথলেটিক্স অংশগ্রহণ করেছেন। রাজ্য অ্যাথলেটিক্স প্রায় ২৩৪ ইভেন্ট রয়েছে সেই সকল ইভেন্টে ৯ ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে আগামী ১০ই ডিসেম্বর রবিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট কলকাতা হলদিয়া বন্দরে জেনারেল ম্যানেজার প্রশাসন প্রবীণ কুমার দাস। উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলার মাস্টার অ্যাথলেটিক্স কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রথম অর্জুন পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেন ভগীরথ সামুই জানালেন রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক ওয়াকিং প্রেসিডেন্ট প্রদীপ বিজলী।
শুধু খেলা খেলার জন্য নয় শরীরের শরীরকে সুস্থ রাখতেও খেলার প্রয়োজন তিনি প্রায় ১০ টি রোগে আক্রান্ত হয়েছিলেন বহু পয়সা তিনি খরচ করেছিলেন অবশেষে তিনি যোগা এবং খেলার মাঠে আসার জন্য দীর্ঘ প্রায় ১০ বছর ঔষধ খেতে হয়নি। তিনি এখন সুস্থ সবল রয়েছেন খড়্গপুরের এক মহিলা রীনা বেরা। তিনি বললেন শরীর মন সুস্থ রাখতে হলে খেলার মাঠে নিয়মিত আসতে হবে। খেলা ও যোগার মধ্য দিয়ে শরীর মন দুটোই সুস্থ থাকতে পারে। বর্তমান প্রজন্ম এখন মোবাইলে আসক্ত হচ্ছে খেলার মাঠ ভুলে যাচ্ছে আমাদের সকলকেই উদ্যোগ নিতে হবে নতুন প্রজন্মকে খেলার মাঠের দিকে তাদের মনোযোগ সৃষ্টি করা। ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাথলেটিকস চ্যাম্পিয়ন সায়ন্তনি সাহা বলেন আমাদের হলদিয়া সহ জেলার বহু মেধাবী রয়েছেন এই হলদিয়াতেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু খেলা হয়েছে কিন্তু যে ধরনের মাঠ তৈরি হয়নি সরকারের উদাসীনতার জন্য।
No comments