Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেআইনিভাবে স্কুলের মাঠ দখল

বেআইনিভাবে স্কুলের মাঠ দখল
হলদিয়া সুতাহাটা খানার অন্তর্গত তাজনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুলের খেলাধুলার জন্য একটি মাঠ অবশিষ্ট ছিল সেই মাঠে কিছুদিন আগেই ওই গ্রামেরই এক বাসিন্দা লুসিদেব নামে এক মহিলা। যার বয়স ৫৫ বছর তেনার স্…

 




বেআইনিভাবে স্কুলের মাঠ দখল


হলদিয়া সুতাহাটা খানার অন্তর্গত তাজনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুলের খেলাধুলার জন্য একটি মাঠ অবশিষ্ট ছিল সেই মাঠে কিছুদিন আগেই ওই গ্রামেরই এক বাসিন্দা লুসিদেব নামে এক মহিলা। যার বয়স ৫৫ বছর তেনার স্বামীর নাম দেবাশীষ দেব। সেই মহিলা পাঁচিল এবং ঢালাইয়ের পিলফা দিয়ে মাঠ দখল করে ছুটির দিন থাকায় কোন স্কুলের শিক্ষক শিক্ষিকা বা পঠন-পাঠনের কাজ সবই বন্ধ ছিল গ্রামের তরফ থেকে এসে তেনাকে জানানো হয় যে শিক্ষক শিক্ষিকাকে আসার পর আপনি এই মাঠটি দখল করবেন, তিনি সেই কথা না শুনে যারা বাধা দিতে গিয়েছিল তাদের নামে শীলতা হানি সহ নানান রকমের অপ্রীতিকর কেশ করে। এবং আজ বি এল আর অফিস থেকে লোক এসে এই বিষয়টিকে যাচাই করে এই বিষয় নিয়ে সাধারণভাবে দখলকারী মহিলা অর্থাৎ লুসি দেব ওনার কাছে আমাদের সি প্রাইম এর পক্ষ থেকে জানতে চাইলে এর পরিপ্রেক্ষিতে কোন উত্তর দেয়নি। তাছাড়াও এই বিষয় নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের ধমকানি দেয় ওই মহিলা গ্ৰাম বাসিদের দাবি অনুযায়ী।ওই তাজনগর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক তিনি কিন্তু উপস্থিত ছিল না তেনার নামেও কেস জারি করে ওই মহিলা। স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের দাবি তারা খেলার মাঠ চায় তারা মুক্ত হাওয়া চায় তার জন্য তারা হাত জোড়ো করে সবাইয়ের সামনে বলতে চায় যে তাদের মাঠ তারা যেন আবার ফিরে পায়। এবং গ্রামের পক্ষ থেকে জানানো যাচ্ছে এই স্কুলটি ৩৫ বছর আগেও মাঠে খেলা ধূলো হতো এবং স্কুলের নামেই এই মাঠটি ছিল আজ হঠাৎ করে এরকম দখল মেনে নিতে পারছে না সাধারণ গ্রামবাসীরা।


No comments