Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নড়বড়ে সেতু নিয়ে উদ্বিগ্ন হলদিয়ার এরিয়াখালি এলাকার মানুষজন

নড়বড়ে সেতু নিয়ে উদ্বিগ্ন হলদিয়ার এরিয়াখালি এলাকার মানুষজন । লোহার পাতের উপর ঢালাই করা কংক্রিটের সেতু । বেশ কয়েকটি জায়গায় খসে পড়েছে লোহার পাত । কোথাও বালি সিমেন্ট খসে রড বেরিয়ে পড়েছে । হেলে পড়েছে কোন স্তম্ভ । ‌তবুও এলা…

 




নড়বড়ে সেতু নিয়ে উদ্বিগ্ন হলদিয়ার এরিয়াখালি এলাকার মানুষজন । লোহার পাতের উপর ঢালাই করা কংক্রিটের সেতু । বেশ কয়েকটি জায়গায় খসে পড়েছে লোহার পাত । কোথাও বালি সিমেন্ট খসে রড বেরিয়ে পড়েছে । হেলে পড়েছে কোন স্তম্ভ । ‌তবুও এলাকার এক্স জমিদারি খালের দুই পারের মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন সেতুর ওপর ।

                ২০০২ সালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে তৈরি হয়েছিল এই সেতু । লম্বা প্রায় ১১০ ফুট এবং চওড়া রয়েছে ৫ ফুট । ২২ বছরের সেতু এখন জীর্ণ অবস্থায় । স্থানীয় বাসিন্দা বিজয় দাস জানান," এক্স জমিদারি খালের উপর সেতুটি এলাকার বাসিন্দাদের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম । গত দশ বছরে জীর্ণ অবস্থায় রয়েছে সেতুটি ।  বেশ কিছু জায়গায় ভেঙেছে । এর ওপর দিয়ে চলাচল করা বিপজ্জনক । স্থানীয় গ্রাম পঞ্চায়েত,ব্লক উন্নয়ন অধিকারিক থেকে জেলা প্রশাসনের কাছে মেরামতির জন্য লিখিত আবেদন করা হয়েছে বেশ কয়েক মাস আগে । কিন্তু এখনো কোনো পক্ষের কোনো হেলদোল নেই । আমরা উদ্বেগে রয়েছি ।" স্থানীয় বাসিন্দা রুপালি হালদার, দেবব্রত মণ্ডল সহ অন্যান্যরা একইভাবে সেতু সারাইয়ের দাবিতে সরব হয়েছেন । এ বিষয়ে সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র জানিয়েছেন,"এখনো পর্যন্ত ওই মেরামতের কোনো পক্ষের থেকে অভিযোগ আসেনি । তবে বিষয়টি জেনেছি । এ বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা করে সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে । আমরা এলাকার মানুষের সঙ্গে আছি ।" দুর্বল সেতু শক্তিশালী রূপ নিয়ে কবে উদ্বেগ কাটাবে সেই অপেক্ষায় এলাকাবাসী ।

No comments