Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এ এম এন্টারপ্রাইজ ড্রাইভার ও হেল্পারদের কর্ম বিরতি অব্যাহত

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/863-M6Tizj4
এ এম এন্টারপ্রাইজ ড্রাইভার ও হেল্পারদের কর্ম বিরতি অব্যাহতহলদিয়া বন্দরের সঙ্গে যুক্ত ডাম্পারের ড্রাইভার ও হেল্পার দের কর্ম বিরতি অব্যাহত শিল্প শহর হলদিয়ায়। গতকাল থেকে শুরু হয়ে…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/863-M6Tizj4


এ এম এন্টারপ্রাইজ ড্রাইভার ও হেল্পারদের কর্ম বিরতি অব্যাহত

হলদিয়া বন্দরের সঙ্গে যুক্ত ডাম্পারের ড্রাইভার ও হেল্পার দের কর্ম বিরতি অব্যাহত শিল্প শহর হলদিয়ায়। গতকাল থেকে শুরু হয়েছে বন্দরের ভিতরে শ্রমিক বিক্ষোভ তারই ফলে কয়েকটি জাহাজ ঘুরে যেতে হলো দিনভর কোন কাজ হয়নি ২৪ ঘণ্টা কেটে গেল এখনো বন্দর কর্তৃপক্ষ কোনভাবে ঠিকাদারি সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করে কাজ শুরু করতে পারেনি। তারই মধ্যেই বন্দরের সঙ্গে যুক্ত ক্লিয়ারিং এজেন্ট। এ এম এন্টারপ্রাইজ এর সঙ্গে যুক্ত ট্যাট কন হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে গোসাই মোড় ১৫ নম্বর ওয়ার্ডের পাশেই রয়েছে এ এম এন্টারপ্রাইজ তার সহযোগী ট্যাটকন এন্টারপ্রাইজ। প্রায় ৪০ জন ড্রাইভার এবং ৪৫ জন হেল্পার রয়েছেন মূলত হলদিয়া বন্দরে বিভিন্ন পণ্য বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টিং করেন। সেই সকল ড্রাইভার হেল্পার কাজ করছেন দীর্ঘ প্রায় আট বছর ধরে। তাদের বেতন বৃদ্ধি হয়নি। কোন ইউনিয়ন হয়নি ২৪ ঘন্টা কাজ করেও সামান্য বেতনে তাদেরকে কাজ চালাতে হচ্ছে বারে বারে কর্তৃপক্ষকে জানিয়ে কোন কাজ হয়নি ১৩ ই ডিসেম্বর বুধবার দুপুর ২ টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি ডাক দিয়েছেন জানালেন তারা পদ প্রধান, কার্তিক পন্ডিত, বরুন দেবনাথ, গণেশ মাইতি উত্তম মন্ডল, বচ্চন নায়েক। এই ঘটনায় কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন রাজ্য সরকারের যারা শ্রমিক নেতৃত্ব রয়েছেন সেখানে নজর দিচ্ছেন না যেখানে মধু আছেন সেই মধুর জায়গায় ছুটে যাচ্ছেন। দীর্ঘ আট বছর ধরে তারা কাজ করছেন তারা সঠিক বেতন পায়নি তাদের ইউনিয়নভুক্ত করা হয়নি অবিলম্বে রাজ্য সরকার এবং বর্তমান শাসক দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের পদত্যাগ করা উচিত।

No comments