ক্ষুদিরাম মেলার অভিভাবক অন্তিম যাত্রায়... হলদিয়া নোটিফায়েড ১৯৯৭ শেষ হয়। হলদিয়া পৌরসভার নির্বাচন হয় ১৯৯৮ সালে ।তখন জাতীয় কংগ্রেসের প্রাথী হয়ে ৫ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন পরবর্তীকালে ২০০০ সালে তৃণমূল…
ক্ষুদিরাম মেলার অভিভাবক অন্তিম যাত্রায়...
হলদিয়া নোটিফায়েড ১৯৯৭ শেষ হয়। হলদিয়া পৌরসভার নির্বাচন হয় ১৯৯৮ সালে ।তখন জাতীয় কংগ্রেসের প্রাথী হয়ে ৫ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন পরবর্তীকালে ২০০০ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১২ সালে হলদিয়া পৌরসভা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থীর জয়লাভ করেন বর্তমানে ৩ নং ওয়ার্ড থেকে। ২০২১ শে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন। ২০২২ সালে হলদিয়া টাউন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হলদিয়া মানুষের স্বার্থে প্রত্যেক বছর চৈত্র মাসে রামনবমী উৎসব প্রায় দশ দিন ধরে উৎসব আকারে করে থাকেন। ৩১ বছর ধরে টানা শিল্প শহরে শহীদ ক্ষুদিরামের জন্মদিন কে সামনে রেখে ক্ষুদিরাম মেলা করে আসছেন বর্তমানে মেলা চলছে। দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক রয়েছেন।
আগামী পৌর বোর্ড এলে ছট পুজোর জন্য এইচএসসির মাঠে পুকুরে ঘাট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বপন নস্কর শেষ প্রতিশ্রুতি রক্ষা হলো না।
আজ ১৩ ই ডিসেম্বর সকাল ৯: ৪০ মিনিটে মাএ ৫৯ বছর ১১ মাস ১৩ দিনে জীবনকে হার মানাতে বাধ্য হলেন।
৯৩ বছরের শ্রী বাদল চন্দ্র নস্কর এবং ৺গায়েত্রী দেবীর ৮ সন্তানের মধ্যে দিদি কল্পনার পরেই স্বপন নস্কর এর পর ৬ ভাইবোন যথাক্রমে -১)৺সুভাষ২)বিভাষ৩)৺আল্পনা৪)বিকাশ৫)প্রকাশ
৬)শান্তিগোপাল
নিজের শেষ অবস্থায় রেখে গেলেন স্ত্রী,পুত্র দেবাশীষ, বৌমা এবং মেয়ে মাম্পী ,জামাই ও তাদের সন্তান।
ওঁ শান্তি: ওঁ শান্তি: ওঁ শান্তি।
No comments