Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটে কথা রাখেনি শিশির-শুভেন্দু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো বোগা-রসলপুর সেতুর জানুয়ারি মাসেই উদ্বোধন.......

ভোটে কথা রাখেনি শিশির-শুভেন্দু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো বোগা-রসলপুর সেতুর জানুয়ারি মাসেই উদ্বোধন.......
সেতু, মাছের খটিকে চাতাল করে দেব, বছরের পর বছর নির্বাচন এলে বাপ -বেটায় শুধুই প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গিয়ে…

 




ভোটে কথা রাখেনি শিশির-শুভেন্দু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো বোগা-রসলপুর সেতুর জানুয়ারি মাসেই উদ্বোধন.......


সেতু, মাছের খটিকে চাতাল করে দেব, বছরের পর বছর নির্বাচন এলে বাপ -বেটায় শুধুই প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গিয়েছে। খেজুরির মানুষকে শুধুই নিজেদের পদ বাড়াতে ব্যবহার করেছে শিশির-শুভেন্দু। একটাও কথা রাখেনি। গত ৩১ মে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি চলাকালীন রসুলপুর নদীর তীরে খেজুরির বোগায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে এভাবেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দেন এলাকার মৎস্যজীবিরা।

রসুলপুর সেতু (রসুলপুর ঘাট থেকে বগা ঘাট) কাঁথি সাংগঠনিক জেলার সবচেয়ে বড় একটি দাবি। এটি কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি এবং নন্দীগ্রামকে একত্রিত করে। এই সেতুটি না হওয়ার কারণে গ্রামের মানুষকে ৬০ কিলোমিটার পথ ঘুরতে বাধ্য হতে হয়। পাশাপাশি গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী এবং জেলেরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। লঞ্চ পরিষেবা কোনওভাবে বন্ধ হয়ে গেলে এলাকার স্থানীয় মানুষেরা সমস্যার সম্মুখীন হন। কারণ তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালের জরুরি পরিষেবাগুলি পেতে অসুবিধা হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিমতো এলাকার মানুষ খুব শীঘ্রই সমাধান পেতে চলেছেন। ইতিমধ্যে জেলা পরিষদের বিডিও ও ইঞ্জিনিয়াররা পরিদর্শন করে গিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সমিতির নেতৃত্বরা আশা করছেন যে, জানুয়ারির শেষ দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বাস স্ট্যান্ড, রসুলপুর ঘাট, রসুলপুর সেতু উদ্বোধন করা হবে। 'কথার থেকে কাজে বিশ্বাসী,' যা আবারও প্রমাণ করে দিলেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

No comments