Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রিন বেল্টের গাছ কেটে নষ্ট করছে দুষ্কৃতীরা অভিযোগ জেলা প্রশাসনের কাছে

গ্রিন বেল্টের গাছ কেটে নষ্ট করছে দুষ্কৃতীরা অভিযোগ জেলা প্রশাসনের কাছেগাছ কেটে হলদিয়া পেট্রো কেমিক্যালসের গ্রিন বেল্ট নষ্ট করছে দুষ্কৃতীরা । খোলা বাজারে সেই কাঠ বিক্রি হচ্ছে বলেও অভিযোগ । সেই মর্মে স্থানীয় পুলিশ থেকে জেলা প্রশা…

 







গ্রিন বেল্টের গাছ কেটে নষ্ট করছে দুষ্কৃতীরা অভিযোগ জেলা প্রশাসনের কাছে

গাছ কেটে হলদিয়া পেট্রো কেমিক্যালসের গ্রিন বেল্ট নষ্ট করছে দুষ্কৃতীরা । খোলা বাজারে সেই কাঠ বিক্রি হচ্ছে বলেও অভিযোগ । সেই মর্মে স্থানীয় পুলিশ থেকে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে । দুষ্কৃতি রাজ বন্ধ করে গ্রিন বেল্ট বাঁচানোর নিরাপত্তা চাওয়া হয়েছে প্রশাসনের কাছে । এইচপিএলের নিরাপত্তা বিভাগের আধিকারিক অঞ্জন দাশগুপ্ত সম্প্রতি দুর্গাচক থানার পুলিশকে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন । প্লাস্টিক দানা‌ উৎপাদনকারি এই কারখানার পূর্ব দিকে গ্রীন বেল্ট লাগোয়া নিউ পাড়া এলাকায় যথেচ্ছ গাছ কাটা হয়েছে ‌। সেখান থেকে করাত এবং দা উদ্ধার হয়েছে । আন্তর্জাতিক বাজারে এইচপিএলের সুনাম রয়েছে । পরিবেশ সুরক্ষার কথা ভেবে কারখানার চারপাশ জুড়ে সবুজ ক্ষেত্র তৈরি করেছে কর্তৃপক্ষ । কয়েক লাখ গাছের সবুজ বনানী স্থানীয় পরিবেশে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে থাকে । সেই সঙ্গে বাতাস থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড গ্যাস টেনে নেয় । পরিবেশ সুরক্ষার কথা ভেবে প্রতি বছর চারাগাছ রোপনের কর্মসূচিও করেন তারা । এত যত্নের সবুজ ক্ষেত্র দুষ্কৃতীদের হাতে নষ্ট হচ্ছে । তা কোনভাবেই কারখানা কর্তৃপক্ষ মেনে নিতে পারছেন না । অঞ্জন দাশগুপ্ত জানিয়েছেন,"গাছ কাটার ফলে গ্রীন বেল্ট নষ্ট হচ্ছে । পরিবেশের ভারসাম্যও নষ্ট হবে ।"  দুষ্কৃতি দৌরাত্ম বন্ধ করতে‌ পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলে দুর্গাচক থানা সূত্রে জানা গিয়েছে ।




No comments