Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইওসি কনজিউমার্স কোপারেটিভ জয়ের অব্যাহত বিগত বোর্ড

আইওসি কনজিউমার্স কোপারেটিভ জয়ের অব্যাহত  বিগত বোর্ডের পরিচালকমন্ডলী
আইওসি কনজিউমার্স কোপারেটিভ জয়ের অব্যাহত  বিগত বোর্ডের পরিচালকমন্ডলী
 হলদিয়া ইন্ডিয়ান অয়েল কনজিউমার্স কো-অপারেটিভ নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল বিগত বোর্ড …

 



আইওসি কনজিউমার্স কোপারেটিভ জয়ের অব্যাহত  বিগত বোর্ডের পরিচালকমন্ডলী


আইওসি কনজিউমার্স কোপারেটিভ জয়ের অব্যাহত  বিগত বোর্ডের পরিচালকমন্ডলী


 হলদিয়া ইন্ডিয়ান অয়েল কনজিউমার্স কো-অপারেটিভ নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল বিগত বোর্ড পরিচালকগন । বৃহস্পতিবার ৭ ই ডিসেম্বর ছিল এই কনজিউমার্স কো-অপারেটিভ নির্বাচন । মোট আসন ছিল ১৪ টি । ভোটার ছিলেন ৯৪৭ জন  । ভোট দিয়েছেন ৮৮৪ জন । এদিন গভীর রাতে রেজাল্ট জানা যায় । জয়ী হয়েছে আওসি অফিসার্স অ্যাসোসিয়েশন এবং হলদিয়া রিফাইনারি এমপ্লইজ ইউনিয়নের যৌথ প্যানেল । তাতে এই কো-অপারেটিভের বিগত বোর্ডের ‌চেয়ারম্যান সুমন চক্রবর্তী সহ চন্দন মাইতি, পঙ্কজ কুমার, জন্মেঞ্জয় মান্না পুনঃনির্বাচিত হয়েছেন । মোট ১৪ টি আসনের সবকটি আসন দখল করেছেন তারা । সুমন চক্রবর্তী জানিয়েছেন,"সারা বছর ধরে উপভোক্তাদের পরিষেবা দেওয়ার কাজ করেছি আমরা । তিনি বলেন কোভিড পরিস্থিতিতেও আমরা বিন্দুমাত্র থেমে থাকিনি । বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দিয়েছেন আমাদের কর্মীরা । সেই সঙ্গে পাশাপাশি এলাকায় অসহায় মানুষের পাশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম । এই সমবায়ের সকলেই সমান ডিসকাউন্ট রেটে জিনিসপত্র কিনতে পারেন । সার্বিকভাবে ভোটাররা আমাদের কাজে ভরসা রেখেছেন বলে এই সাফল্য এসেছে ।" এ সাফল্যের পেছনে লাগাতার পরিষেবা দেওয়ার পাশাপাশি কোপারেটিভ কর্মীদের নিষ্ঠা সততা এবং অক্লান্ত পরিশ্রম পরিশ্রম স্বীকার করেন হলদিয়া রিফাইনারি এমপ্লইজ ইউনিয়নের সাধারণ সম্পাদক পার্থ সাহা এবং ক্লাব সম্পাদক মানস গুড়িয়া । 

পার্থবাবু জানান,"সম্মিলিত প্রচেষ্টায় কো-অপারেটিভ কর্মীরা উন্নয়নের সূচকে উর্ধ্বগামী করে রেখেছিলেন । যার সাফল্য স্বরূপ এসেছে এই নির্বাচনে নিরঙ্কুশ জয় ।" জানা গিয়েছে জয়ী প্রার্থীরা আড়াইশো ভোটের গড় মার্জিনে বিরোধী প্রার্থীদের ধরাশায়ী করেছেন । আগামী পাঁচ বছর ধরে নতুন বোর্ড কাজের সুযোগ পাচ্ছে । আরো ব্যাপক এবং বৈচিত্র্যময় গ্রাহক পরিষেবা দেওয়া হবে বলে তারা জানিয়েছেন ।

 জয়লাভ করল হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন ও ইন্ডিয়ান অয়েল অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মিলিত প্রার্থীরা। মোট ১৪টি আসনের মধ্যে ১৪টিতেই বিগত বোর্ডের সভাপতি সুমন চক্রবর্তীর নেতৃত্বে তাঁরা জয়ী হয়েছেন। আজ রাজ্য সরকারের সমবায় আধিকারিকের পরিচালনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

জয়ী প্রার্থীরা হলেন--১) চন্দন মাইতি             ৫৪৯  

২)জন্মেঞ্জয় মান্না         ৫৫৩

৩) মহাদেব ঘোড়াই        ৫১৫ 

৪) পঙ্কজ কুমার             ৫২১

৫) প্রণয় লাহিড়ী            ৫২১

৬) সৌমেন রায়              ৫৩০

৭) শিবশঙ্কর শাহু            ৫০৯

৮) সুদীপ্তকুমার গুড়িয়া    ৫২৬

৯) সুমন চক্রবর্তী              ৫৫৭

১০) তিলক সরকার          ৫১৮

১১) উজ্জ্বল মুখোপাধ্যায়  ৫১৭

১২) রাহুল কুমার                ৪৯৬

১৩) অভিরূপা জোয়ারদার  ৫৫৬

১৪) মানোয়ারা খাতুন           ৫২৩

মোট ভোটার : ৯৪৭  প্রদত্ত ভোট : ৮৮৪


No comments