সেরা বন্দরের শিরোপা পেল হলদিয়া বন্দর! তিনটি জয়ের সার্টিফিকেট কাজের উন্নত পরিবেশ, কাজের গুণগত মান এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নিরিখে তিনটি আইএসও সার্টিফিকেট অর্জন করলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ । আইএসও- ৯০০১, আইএসও-১৪০০১ …
সেরা বন্দরের শিরোপা পেল হলদিয়া বন্দর! তিনটি জয়ের সার্টিফিকেট
কাজের উন্নত পরিবেশ, কাজের গুণগত মান এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নিরিখে তিনটি আইএসও সার্টিফিকেট অর্জন করলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ । আইএসও- ৯০০১, আইএসও-১৪০০১ এবং আইএসও-৪৫০০১ তিনটি সার্টিফিকেট কেন্দ্রীয় সংস্থার তরফে একসঙ্গে দেওয়া হয়েছে । সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা । তিনি জানান,"হলদিয়া বন্দরের কাজের গুণমান আন্তর্জাতিক মানের । সেই সমস্ত কাজের স্বীকৃতি স্বরূপ একসঙ্গে তিনটি আইএসও সার্টিফিকেট প্রাপ্তি ঘটেছে । সকল স্তরের কর্মী আধিকারিকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে । এর ফলে আগামী দিনে আমাদের কাজের দায়িত্ব বেড়ে গেল । আমরা আরো বেশি পণ্য পরিবহন পরিষেবায় উৎসাহিত হলাম ।" এই সাফল্যের জন্য বন্দর কর্মী, আধিকারিকদের নিষ্ঠা, একাগ্রতা, শৃঙ্খলার ভূয়ষী প্রশংসা করেছেন । কয়েক কোটি টাকা খরচ করে ইতিমধ্যে বন্দরের আধুনিকীকরণ করা হয়েছে । অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে মসৃণ হয়েছে পণ্য ওঠা-নামা এবং পরিবহনের কাজ । চলতি অর্থ বর্ষে হলদিয়া বন্দর দিয়ে গত নভেম্বর মাস পর্যন্ত ৩১.৮ লক্ষ মেট্রিক টন পণ্য পরিবাহিত হয়েছে । টার্গেট রয়েছে ৫০ মিলিয়ন টন পন্য পরিবহনের । এই বন্দর থেকে রেলপথে পন্য পরিবহনের মাত্রা বেড়েছে । পণ্য পরিবহনের সুবিধার্থে আরো বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে এই বন্দরে ।
No comments