Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সেরা বন্দরের শিরোপা পেল হলদিয়া বন্দর! তিনটি জয়ের সার্টিফিকেট

সেরা বন্দরের শিরোপা পেল হলদিয়া বন্দর! তিনটি জয়ের সার্টিফিকেট কাজের উন্নত পরিবেশ, কাজের গুণগত মান এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নিরিখে তিনটি আইএসও সার্টিফিকেট অর্জন করলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ । আইএসও- ৯০০১, আইএসও-১৪০০১ …

 



সেরা বন্দরের শিরোপা পেল হলদিয়া বন্দর! তিনটি জয়ের সার্টিফিকেট 

কাজের উন্নত পরিবেশ, কাজের গুণগত মান এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নিরিখে তিনটি আইএসও সার্টিফিকেট অর্জন করলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ । আইএসও- ৯০০১, আইএসও-১৪০০১ এবং আইএসও-৪৫০০১ তিনটি সার্টিফিকেট কেন্দ্রীয় সংস্থার তরফে একসঙ্গে দেওয়া হয়েছে ।  সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা । তিনি জানান,"হলদিয়া বন্দরের কাজের গুণমান আন্তর্জাতিক মানের । সেই সমস্ত কাজের স্বীকৃতি স্বরূপ একসঙ্গে তিনটি আইএসও সার্টিফিকেট প্রাপ্তি ঘটেছে । সকল স্তরের কর্মী আধিকারিকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে । এর ফলে আগামী দিনে আমাদের কাজের দায়িত্ব বেড়ে গেল । আমরা আরো বেশি পণ্য পরিবহন পরিষেবায় উৎসাহিত হলাম ।" এই সাফল্যের জন্য বন্দর কর্মী, আধিকারিকদের নিষ্ঠা, একাগ্রতা, শৃঙ্খলার ভূয়ষী প্রশংসা করেছেন । কয়েক কোটি টাকা খরচ করে ইতিমধ্যে বন্দরের আধুনিকীকরণ করা হয়েছে । অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে মসৃণ হয়েছে পণ্য ওঠা-নামা এবং পরিবহনের কাজ । চলতি অর্থ বর্ষে হলদিয়া বন্দর দিয়ে গত নভেম্বর মাস পর্যন্ত ৩১.৮ লক্ষ মেট্রিক টন পণ্য পরিবাহিত হয়েছে । টার্গেট রয়েছে ৫০ মিলিয়ন টন পন্য পরিবহনের । এই বন্দর থেকে রেলপথে পন্য পরিবহনের মাত্রা বেড়েছে । পণ্য পরিবহনের সুবিধার্থে আরো বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে এই বন্দরে । 

No comments