Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিখোঁজ আতঙ্কে দুই পরিবার

৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিখোঁজ আতঙ্কে দুই পরিবার
পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত জানুবসান গ্রামের ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আজ ১০ দিন নিখোঁজ। যার কারনে দুই পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।জানা গেছে প্রায় ৮ বছর আগে জানুবসান…

 


৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিখোঁজ আতঙ্কে দুই পরিবার


পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত জানুবসান গ্রামের ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আজ ১০ দিন নিখোঁজ। যার কারনে দুই পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।জানা গেছে প্রায় ৮ বছর আগে জানুবসান গ্রামের সমাজসেবী ভিম পাত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত পোলন্দা গ্রামের মৌমিতা সামন্তের সাথে। বর্তমানে একটি ৬ বছরের মেয়েও রয়েছে, পাশাপাশি ৬ মাসের অন্তসস্তা ছিলেন মৌমিতা।তার স্বামী ভিম পাত্র জানান,গত ৪ ঠা ডিসেম্বর দুপুর ২ টো নাগাদ বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।তারপর থেকেই মোবাইলের সুইচ বন্ধ।ভিম বাবুর কথায়,সন্ধ্যা পর্যন্ত কোন খবর না মেলায় পরে তমলুক থানায়,অভিযোগ দায়ের করেন ভিম বাবুর পরিবার।নিখোঁজ হওয়ার ১০ দিন কেটে গেলেও স্ত্রীর খোঁজ না পাওয়ায় উদ্বিগ্নে রয়েছে দুই পরিবার।

No comments