প্রয়াত হলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদ, তৃণমূল কংগ্রেস নেতা স্বপন নস্কর । বুধবার ১৩ ই ডিসেম্বর সকাল ৯ঃ৪০ মিনিটে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০…
প্রয়াত হলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদ, তৃণমূল কংগ্রেস নেতা স্বপন নস্কর । বুধবার ১৩ ই ডিসেম্বর সকাল ৯ঃ৪০ মিনিটে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে । তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি সহ বহু বিশিষ্ট জন তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ।
দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছিলেন প্রয়াত তৃণমূল নেতা । তাঁর দুটো কিডনিও খারাপ ছিল । ১২ ই ডিসেম্বর মঙ্গলবার রাতে তাঁর হলদিয়ার বাসুদেবপুর বাড়িতে অসুস্থ বোধ করেন । বুধবার সাত সকালে স্থানীয় হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে সূত্রে জানা গিয়েছে কিডনি কাজ করছিল না । এমনি গুরুতর অবস্থায় হৃদ যন্ত্র বন্ধ হয়ে(কার্ডিয়াক অ্যারেস্ট)মৃত্যু ঘটেছে ।
১৯৬৪ সালে ২০ডিসেম্বর হলদিয়ার রামনগরে তাঁর জন্ম । ২২ বছর বয়সে তৎকালিন কংগ্রেস নেতা, হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মন্ডলের হাত ধরেই রাজনৈতিক জীবন শুরু করেন । ১৯৯৭ সালে হলদিয়া পৌরসভার প্রথম বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি । ২০১২ এবং ২০১৭ সালে এলাকার তৃণমূল কাউন্সিলর হিসেবেও তিনি নির্বাচিত হয়েছিলেন । তাঁর চেষ্টায় পৌর এলাকায় বিদ্যুৎ পরিষেবার উন্নতি ঘটেছে । এলাকার বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন । এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে হলদিয়ার বিরিঞ্চিবেড়িয়ায় ২ ডেসিমল জমি কিনে মাস তিনেক আগে হলদিয়া পুরসভার হাতে তুলে দিয়েছেন । মানুষের সঙ্গে থেকে কাজ করতে তিনি ভালবাসতেন । মানুষকে নিয়ে চলার তেমন বাসনা থেকে হলদিয়ায় শুরু করেছিলেন ক্ষুদিরাম মেলা । প্রতি বছরের ধারা মেনে চলতি বছরের ৩ ডিসেম্বর হলদিয়ার বাসুদেবপুর এইচএফসি মাঠে এই মেলার উদ্বোধন ঘটেছে । অসুস্থ হলেও মেলার কর্ণধার হিসেবে এই ৩১ তম বর্ষে তিনি মেলার দায়িত্ব সামলেছেন । আধ্যাত্মিক ভাবনাতেও তিনি বিশ্বাসী ছিলেন । আর সেজন্যই দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসীদের নিয়ে শুরু করেছিলেন নবরাত্রি উৎসব । এত কিছুর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর নজর কাড়া জনসংযোগ ছিল । সেই সুবাদে তিনি হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ সামলেছেন । ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন । ছিলেন তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সহ-সম্পাদক । বুধবার ১৩ ই ডিসেম্বর তাঁর মৃত্যুর খবর চাউর হওয়া মাত্র এলাকার তৃণমূল কংগ্রেসের বহু স্তরের নেতা কর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন । বুধবার ১৩ ই ডিসেম্বর প্রয়াত নেতার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্ষুদিরাম মেলার মাঠে শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘ সময় মরদেহ শায়িত থাকে । মেলার দোকান পাট বন্ধ করে কয়েকশো দোকানদার, দর্শনার্থী তাঁকে শেষ শ্রদ্ধা জানান । এখানেও তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী মরদেহ পুষ্পার্ঘ্য নিবেদন করেন । কলকাতা থেকে হলদিয়ায় এই মেলার মাঠে প্রয়াত নেতাকে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।
তিনি বলেন,"হলদিয়ার বিশিষ্ট নেতৃত্ব ছিলেন স্বপন নস্কর । হলদিয়ার ক্ষুদিরাম মেলার প্রাণপুরুষ ছিলেন তিনি । তাঁর আত্মার শান্তি কামনা করি । হলদিয়া তৃণমূল কংগ্রেসের তিনি ছিলেন স্তম্ভ । তাঁর মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হলো ।" তাঁর নবরাত্রি মহাযজ্ঞের প্রধান পুরোহিত,রাজস্থানের ভরতপুর জেলার বেয়ানা আশ্রম থেকে মহারাজ মহাকাল বিশাল তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন । এদিন মেলার মাঠে তা শোনানো হয় । তাঁর রাজনৈতিক গুরু বর্ষীয়ান প্রবীণ নেতা তৃণমূল কংগ্রেস নেতা সুধাংশু মন্ডল জানান,"মানুষের জন্য কাজ করতে স্বপনবাবু ভালবাসতেন । জনসংযোগ ভাল ছিল বলেই অনুষ্ঠান করলেই মানুষ ভিড় জমাত । " প্রয়াত নেতার ছয় ভাই, দুই বোন । ভাইদের মধ্যে তিনি ছিলেন বড় । তাঁর বাবা বাদল নস্কর (৯৩ ),এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী বর্তমান । এদিন হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে মরদেহ যায় হলদিয়া পৌরসভা অফিসে, সেখান থেকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ড অফিস, ক্ষুদিরাম মেলার মাঠ, পরেতাঁর রামনগরের জন্মভিটে ছুঁয়ে হুগলি নদীর তীরে শ্মশানে শেষকৃত্য হয় ।
No comments