বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাবেশের গেটের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধেবিজেপির সমাবেশে গেটের ফ্লেক্স ছাড়ার অভিযোগগুলো আবার । পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহরে হলদিয়া ১৫ই ডিসেম্বর সতীশ চন্দ্র …
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাবেশের গেটের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে
বিজেপির সমাবেশে গেটের ফ্লেক্স ছাড়ার অভিযোগগুলো আবার । পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহরে হলদিয়া ১৫ই ডিসেম্বর সতীশ চন্দ্র সামন্তের জন্মদিনে বিজেপি উদ্যোগে হলদিয়া টাউনশিপ হেলিপ্যাড ময়দানে সমাবেশের আয়োজন করেছেন ভারতীয় জনতা পার্টি । সেই সমাবেশকে সামনে রেখে সারা জেলা জুড়ে বিভিন্ন প্রচার সভা সমিতি চলছে। ব্রজলালচক হাই রোড গেটওয়ের সামনে একটি সুবিশাল গেট এবং হলদিয়া রানীচক থেকে ভিআইপি গেটের রাস্তার সামনে একটি গেট তৈরি হয়েছিল । সেই গেটের ফ্লেক্স ছেড়ার অভিযোগ।
গত কয়েকদিন আগে ব্রজলালচক গেটের ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠেছিল। পুনরায় ফ্লেক্স ছেড়ার অভিযোগ টাউনশিপ ভি আই পি গেটের সামনে বড় গেট তৈরি হয়েছিল সেই গেটের ফ্লেক্স ছাড়ার অভিযোগ উঠল। তবে এই দুটি গেটের ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ধরনের ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে তর্জা করে শুরু হয়েছে । উভয় উভয়কেই দোষারোপ করছে।
বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলি বলেন শাসক দল হলদিয়ার মানুষের আস্থা হারিয়েছে সে জন্যই হলদিয়া পৌরসভা নির্বাচন করছে না উন্নয়ন স্তব্ধ করে দিয়েছে রাজ্য সরকার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নে কারচুপি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন আর সেজন্যই তার সমাবেশ কে বানচাল করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল। আমরা হলদিয়া বন্দরের কাছ থেকে পারমিশন নিয়ে প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে এবং একমাস আগে থেকেই তার প্রচার শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে আমাদের সমাবেশে কিছুটা দূরেই তারা ধারণা মঞ্চ করে সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। ফ্লেক্স ছিড়ে মানুষকে ভুল বুঝিয়ে এই সমাবেশ বানচাল করা যাবে না। জেলা তৃনমূল কংগ্রেস যুব সহ-সভাপতি যশরাজ ব্রহ্মচারী বলেন এই ঘটনা ঘটছে বিজেপি অন্তদ্বন্দ্বের ফলেই। শাসক দল তৃণমূল এত নোংরা কাজ কখনোই করবে না একসময় গাদ্দার অধিকারী শুভেন্দু হলদিয়াতে লুটেপুটে খেয়েছে সাধারণ মানুষ তা জানে তাই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে হয়তো এ কাজ হয়তো করছে।
রাতকাটলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হলদিয়া সমাবেশ আর তারই অনতি দূরে শাসক দল তৃণমূল কংগ্রেসের ধারণা মঞ্চ দুটি সভাকে কেন্দ্র করে এখন সাধারণ মানুষের লক্ষ্য হলদিয়ার দিকে কি ঘটনা ঘটতে চলছে?
No comments