পেন ডাউন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা
রাতকাটলেই হলদিয়া মহকুমার আদালতে পেন ডাউন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা আজ বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সিদ্ধান্ত নিলেন । জানাজায় আগামী গত ১৩ই ডিসেম্বর একটি নির্দেশিকা এসেছে হলদিয়া কাঁথ…
পেন ডাউন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা
রাতকাটলেই হলদিয়া মহকুমার আদালতে পেন ডাউন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা আজ বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সিদ্ধান্ত নিলেন ।
জানাজায় আগামী গত ১৩ই ডিসেম্বর একটি নির্দেশিকা এসেছে হলদিয়া কাঁথি সমস্ত পারিবারিক মামলা রয়েছে সেগুলি তমলুক মহাকুমার আদালতে স্থানান্তরিত হয়ে যাবে। হলদিয়া আদালত থেকে প্রায় তিন হাজার মামলা তমলুক আদালতে স্থানান্তরিত হয়ে যাবে। তারফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বে তমলুক আদালতে প্রায় এই ধরনের পারিবারিক মামলা কুড়ি হাজার চলে যাওয়ার আশঙ্কা করছেন হলদিয়া বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল কুমার মাজী।
কি বলেন বিভিন্ন সাব ডিভিশনে এই পারিবারিক মামলা গুলি হলে তাহলে দ্রুত সমাধান হতে পারে। কিন্তু একসঙ্গে তমলুক আদালতেই মামলা গুলি গেলে সেই আদালতে সেই ধরনের পরিকাঠামো নেই আর তার ফলেই সাধারণ মানুষ সমস্যায় পড়বে। সেজন্যই আগামী ১৯শে ডিসেম্বর মঙ্গলবার হলদিয়া মহাকুমার আদালতে পেন ডাউন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা।
No comments