হেফাজত থেকে আজ মুক্তি পেলেন অভিযুক্ত শিক্ষক
প্রতারণার অভিযোগে সুতাহাটা থানার রামপুর বিবেকানন্দ হাই স্কুলের শিক্ষকের জেল হেফাজত হয়েছিল । মিঠুন বেরা নামে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সুতাহাটার বাসিন্দা আইনজীবী দিলীপ পতি ।…
হেফাজত থেকে আজ মুক্তি পেলেন অভিযুক্ত শিক্ষক
প্রতারণার অভিযোগে সুতাহাটা থানার রামপুর বিবেকানন্দ হাই স্কুলের শিক্ষকের জেল হেফাজত হয়েছিল । মিঠুন বেরা নামে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সুতাহাটার বাসিন্দা আইনজীবী দিলীপ পতি । অভিযুক্ত এবং অভিযোগকারী পরস্পর প্রতিবেশী । আইনজীবীর অভিযোগ,২০২২ সালের ১৫ নভেম্বর নিজের প্রয়োজনে ওই শিক্ষক তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন । কিন্তু বিভিন্ন কারণে তিনি পরিশোধ করেননি । সম্প্রতি সেই টাকা চাইতে গেলে শিক্ষক এবং তার স্ত্রী কটু ভাষায় গালিগালাজ করেছেন । টাকা না দেওয়ার হুমকিও দিয়েছিলেন। সেই ঘটনায় আইনজীবী টাকা ফিরে পেতে অসহায় বোধ করেন । অগত্যা সুতাহাটা থানার দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী । তিনি জানিয়েছিলেন,"প্রতিবেশী হিসেবে মিঠুনবাবুর প্রয়োজনে আমি দেড় লাখ টাকা দিয়েছিলাম । তার প্রমাণ পত্র, সাক্ষী সবই আছে । কিন্তু পরিচয় দিতে গেলে তিনি অস্বীকার করার পাশাপাশি দেখে নেওয়ার হুমকি দেন । উনার স্ত্রী স্কুলের শিক্ষিকা হয়েও ওনার এই কার্যকলাপকে সমর্থন জানিয়েছে । ওই শিক্ষক দম্পতির কাছে এটা আমি আশা করি না । অসহায় অবস্থায় আমি সুতাহাটা থানার দ্বারস্থ হতে বাধ্য হয়েছিলাম ।" আইনজীবীর অভিযোগ ক্রমে শনিবার ১৭ ই ডিসেম্বর সুতাহাটা বাজার থেকে অভিযুক্ত শিক্ষক মিঠুন বেরাকে পুলিশ গ্রেপ্তার করে । রবিবার ১৭ ই ডিসেম্বর হলদিয়া মহকুমা আদালতে তাকে তোলা হলে বিচারক ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আজ ১৮ ই ডিসেম্বর মিঠু বেরার পরিবারের লোকেরা অভিযুক্ত দিলীপ পতি দেড় লক্ষ টাকা নিয়ে আসেন আদালতে সেই টাকা জমা দেওয়ার জামিনের আবেদন করেন সেই টাকা ফেরত পাওয়ার পর অভিযোগ তুলে নিলে মিঠু বেরা জামিনে মুক্তি পেলেন জানালেন আইনজীবী।
No comments