হলদিয়াতে র্যাগিংয়ের 'প্রতিবাদে' তৃণমূল যুব কংগ্রেসের ডেপুটেশন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনা ও ছাত্রমৃত্যুর স্মৃতি এখনও যথেষ্ট টাটকা। ঘটনার একাধিক অভিযুক্ত এখনও আটক। রাজ্য রাজনীতি এবং জনমানসে আলোড়ন ফেলেছিল সেই র…
হলদিয়াতে র্যাগিংয়ের 'প্রতিবাদে' তৃণমূল যুব কংগ্রেসের ডেপুটেশন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনা ও ছাত্রমৃত্যুর স্মৃতি এখনও যথেষ্ট টাটকা। ঘটনার একাধিক অভিযুক্ত এখনও আটক। রাজ্য রাজনীতি এবং জনমানসে আলোড়ন ফেলেছিল সেই র্যাগিং এবং ছাত্রের মৃত্যু। কিন্তু তার পরেও যে অনেকের হুঁশ ফেরেনি তার প্রমাণ মিলেছিল হলদিয়ায় এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনায়।
গত ২৯ নভেম্বর ওই কলেজে র্যাগিংয়ের প্রতিবাদ করায় দুই ছাত্রকে বেধড়ক মারা হয়েছে বলে অভিযোগ। তাদের মধ্যে চতুর্থ বর্ষের এ ছাএকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ফেটেছে ও হাত ভেঙে গিয়েছে। অভিযুক্ত দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে সাসপেন্ড করেছেন কলেজ কর্তৃপক্ষ। গত ১ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ অসিত বরণ মাইতি হলদিয়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছিলেন।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত দুই ছাত্রের বিবেক কুমার যাদব এবং জয়েশদীপ মিশ্র। তারা যথাক্রমে বিহারের ঔরাঙ্গবাদ ও বেগুসারির বাসিন্দা। অভিযুক্তরা পলাতক। তাদের তল্লাশি চলছে।
দোষী ছাত্রদের উপযুক্ত শাস্তি ও ছয় দফা দাবি নিয়ে আজ হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে ডেপুটেশন দিলেন তৃণমূল যুব কংগ্রেস। ডেপুটেশন নেতৃত্ব দেন তমলুক সাংগঠনিক জেলার তৃনমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু।
No comments