লোক আদালতে এবার সহকারী বিচারকের আসনে রূপান্তরকামীন্যাশনাল লোক আদালতে এবার সহকারী বিচারকের আসনে বসবেন রূপান্তরকামী এবং বিশেষ চাহিদাসম্পন্ন। পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে সাধু…
লোক আদালতে এবার সহকারী বিচারকের আসনে রূপান্তরকামী
ন্যাশনাল লোক আদালতে এবার সহকারী বিচারকের আসনে বসবেন রূপান্তরকামী এবং বিশেষ চাহিদাসম্পন্ন। পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। তমলুক কোর্টের বেঞ্চে কাঁথির এক রূপান্তরকামী এবং নিমতৌড়ি-তমলুক উন্নয়ন সমিতির সঙ্গে যুক্ত এক বিশেষ চাহিদাসম্পন্ন সহকারী বিচারকের চেয়ারে বসবেন। কাল, শনিবার দেশজুড়ে ন্যাশনাল লোক আদালত বসবে। পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক, কাঁথি এবং এগরা আদালতে মোট ২৬টি বেঞ্চ বসবে। সেখানে ২০হাজার ৩৭৫টি মামলা নিষ্পত্তি হওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ন্যাশনাল লোক আদালতে প্রতি বেঞ্চে তিনজন বিচারক বসেন। তাঁদের মধ্যে একজন আদালতেরই বিচারক থাকেন। তিনি প্রিন্সিপাল জজ হিসেবে ভূমিকা নেন। এছাড়াও একজন আইনজীবী এবং একজন সমাজকর্মী সহকারী বিচারক হিসেবে থাকেন। সমাজের নানা ক্ষেত্রে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তাঁদের বেছে সহকারী বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এবার প্রথম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সহকারী বিচারক হিসেবে ট্রান্সজেন্ডার এবং বিশেষ চাহিদাসম্পন্ন দু’জনকে বেছে নিয়েছে। ন্যাশনাল লোক আদালতে সমাজের সবস্তরের প্রতিনিধির অংশগ্রহণের বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
লোক আদালতে মূলত বাদী ও বিবাদী উভয়পক্ষকে সামনে রেখে আপসে মীমাংসা করে নেওয়া হয়। অনেক সময় মামলা কোর্টে দীর্ঘায়িত হয়। এধরনের আদালতে ছোটখাট ফৌজদারি কেস এবং দেওয়ানি কেস দ্রুত নিষ্পত্তি করা হয়। একদিনে প্রতি জেলায় ১০-১৫হাজার মামলা নিষ্পত্তি হয়ে যায়। শনিবার পূর্ব মেদিনীপুরেই ২০হাজার ৩৭৫মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তারমধ্যে ব্যাঙ্ক সংক্রান্ত মামলার সংখ্যা ১০হাজার ৬২৯। এছাড়াও ইলেক্ট্রিক, বিএসএনএল, ভূমি অধিগ্রহণ সহ নানা ধরনের মামলার নিষ্পত্তি হবে।
এবিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা বলেন, লোক আদালতে আমরা সমাজের সব ধরনের মানুষের অংশগ্রহণের উপর জোর দিই। তাঁরা সহকারী বিচারক হিসেবে দায়িত্বপালন করেন। রূপান্তরকামী এবং বিশেষ চাহিদাসম্পন্নরাও সমাজে আমাদের মতো সমান। তাঁদের উপেক্ষা কিংবা অবহেলা করার জায়গা নেই। সেই বার্তা দিতে আমরা তাঁদের এবার ন্যাশনাল লোক আদালতে সহকারী বিচারক হিসেবে দু’জনকে বেছে নিয়েছি। তাঁরা তমলুক কোর্টে বসবেন।
শহিদ মাতঙ্গিনী ব্লকের পাতণ্ডা গ্রামের সুভাষচন্দ্র মণ্ডল ৮০শতাংশ অর্থোপেডিক বিশেষ চাহিদাসম্পন্ন। তিনি পূর্ব মেদিনীপুর জেলা ইলেকশন বিভাগের বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য আইকন হিসেবে কাজ করছেন। এছাড়া, সর্বশিক্ষা মিশনের কর্মী। তমলুক নর্থ সার্কেলে কর্মরত। শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক-২ পঞ্চায়েতের ৮৩নম্বর বুথের বুথ লেভেল অফিসারও। ভালো তবলাবাদক এবং নিজের গানের স্কুলও রয়েছে। এহেন সুভাষচন্দ্রবাবু শনিবার ন্যাশনাল লোক আদালতের সহকারী বিচারকের ভূমিকা পালন করবেন। তিনি বলেন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দু’দফায় আমার সঙ্গে যোগাযোগ করেছে। বুধবার আমাকে নিয়োগপত্রও দিয়েছে। এটা আমার কাছে একটা বড় সম্মান।
প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা নিমতৌড়ি-তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত বলেন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছি। সমগ্র বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকের কাছে এটা একটা বড় প্রাপ্তি।
No comments