Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আওসির সঙ্গে বন্দরের জমি জট নিয়ে মন্তব্য করলেন বন্দরের- ডেপুটি চেয়ারম্যান

আওসির সঙ্গে বন্দরের জমি জট নিয়ে মন্তব্য করলেন বন্দরের- ডেপুটি চেয়ারম্যান১৯৬০ সালে হলদিয়া রিফাইনারিকে জমি দিয়েছিল হলদিয়া বন্দর ।হলদিয়া বন্দরের মাধ্যমে  কাঁচামাল রপ্তানি ও আমদানির জন্যই। হলদিয়া রিফাইনারিকে   জায়গা দিয়েছিল …

 




আওসির সঙ্গে বন্দরের জমি জট নিয়ে মন্তব্য করলেন বন্দরের- ডেপুটি চেয়ারম্যান

১৯৬০ সালে হলদিয়া রিফাইনারিকে জমি দিয়েছিল হলদিয়া বন্দর ।হলদিয়া বন্দরের মাধ্যমে  কাঁচামাল রপ্তানি ও আমদানির জন্যই। হলদিয়া রিফাইনারিকে   জায়গা দিয়েছিল হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। তিনি আরো বলেন , বর্তমানে হলদিয়া রিফাইনারি ওড়িষ্যার পারাদ্বীপের উপর নির্ভরশীল হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। হলদিয়া বন্দরের সাথে কার্গো হ্যান্ডেলিং একদম তলানিতে চলে এসেছে। যে কারণে হলদিয়া বন্দর চাইছে না হলদিয়া রিফাইনারিতে নতুন করে জমি দিতে। হলদিয়া বন্দর কর্তৃপক্ষের পরিষ্কার বক্তব্য, যে আমার সাথে কারগো হ্যান্ডেলিং করবে না, তার সাথে আমরা  নমস্কার। তাই হলদিয়া রিফাইনারির জমি জট আটকে থাকলো। হলদিয়া বন্দরের হাতে বহু একর জমি থাকলেও যে সংস্থা বেশি পরিমাণ কার্গো হ্যান্ডেলিং করবে, সেই সংখ্যাকে জমি দিতে চায় হলদিয়া বন্দর। ফলে হলদিয়া বন্দরের সাথে  হলদিয়া রিফাইনারির  জমিজট আটকে রইল।

বন্দরের কর্মী ও আধিকারিকদের মধ্যে হিন্দি ভাষা শিক্ষা কর্মসূচিতে স্লোগান প্রতিযোগিতায় সফল প্রতিযোগিতদের এদিন পুরস্কৃত করা হয় ‌। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের জেনারেল ম্যানেজার (এম অ্যান্ড এস) প্রবীণ কুমার দাস, ডিএভি পাবলিক স্কুলের প্রিন্সিপাল শিক্ষক এন পি দত্ত প্রমুখ 

No comments