ন্যায় সংহিতা বিল- কি কি পরিবর্তন হলো
রাষ্ট্রদ্রোহের বদলে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ’ নামে নতুন ধারা গণপিটুনিতে ফাঁসির সাজা ৩৭৫-৩৭৬ ধারার পরিবর্তে নয়া আইনে ৬৩ ধারায় ধর্ষণের মামলা ৩০২ ধারার পরিবর্তে খুনের মামলা ১০১ ধারায় ৩৫৯ ধারা…
ন্যায় সংহিতা বিল- কি কি পরিবর্তন হলো
রাষ্ট্রদ্রোহের বদলে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ’ নামে নতুন ধারা
গণপিটুনিতে ফাঁসির সাজা
৩৭৫-৩৭৬ ধারার পরিবর্তে নয়া আইনে ৬৩ ধারায় ধর্ষণের মামলা
৩০২ ধারার পরিবর্তে খুনের মামলা ১০১ ধারায়
৩৫৯ ধারার বদলে ১৩৬ ধারায় হবে অপহরণের মামলা
ধৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্যের রেকর্ড থাকবে প্রতিটি থানায়। সেই রেকর্ডের দায়িত্বে থাকবেন সুনির্দিষ্ট একজন অফিসার
পাচার রুখতে লিঙ্গ ব্যতিরেকে কড়া ব্যবস্থা
১৮ বছরের নীচে মেয়েদের ধর্ষণে নয়া আইনে পকসো সমতুল ধারায় ব্যবস্থা
পথ দুর্ঘটনাজনিত মৃত্যুতেও আসছে বদল। গাড়ির চালক দুর্ঘটনার শিকার ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে লঘু শাস্তির বিধান। গড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে হবে কঠোর সাজা
সময়মতো মামলার শুনানির লক্ষ্যে রেহাই চেয়ে আবেদন পেশে সাতদিন সময় পাবেন অভিযুক্ত। বিচারককে সাতদিনের মধ্যেই এনিয়ে শুনানির ব্যবস্থা করতে হবে। বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে সর্বাধিক ১২০ দিনের মধ্যে
তিন থেকে সাত বছর পর্যন্ত সাজার অপরাধে ১৪ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এফআইআর দায়ের করতে হবে ১৪ দিনের মধ্যেই। আর কম শাস্তিযোগ্য অপরাধে এফআইআর দায়ের করতে হবে তিন দিনের মধ্যে।
No comments