Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে ইংরেজি মাধ্যম স্কুল নির্মাণ কাজের জন্য পঞ্চাশ লাখ টাকা দিচ্ছেন সাংসদ- দিব্যেন্দু

নন্দীগ্রামে ইংরেজি মাধ্যম স্কুল নির্মাণ কাজের জন্য পঞ্চাশ লাখ টাকা দিচ্ছেন সাংসদ- দিব্যেন্দু 
নন্দীগ্রামে ইংরেজি মাধ্যম স্কুল নির্মাণ কাজের জন্য পঞ্চাশ লাখ টাকা দিচ্ছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী । স্কুল নির্মাণের প্রাথমিক পর্বের পর…

 


নন্দীগ্রামে ইংরেজি মাধ্যম স্কুল নির্মাণ কাজের জন্য পঞ্চাশ লাখ টাকা দিচ্ছেন সাংসদ- দিব্যেন্দু 


নন্দীগ্রামে ইংরেজি মাধ্যম স্কুল নির্মাণ কাজের জন্য পঞ্চাশ লাখ টাকা দিচ্ছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী । স্কুল নির্মাণের প্রাথমিক পর্বের পরিকাঠামো উন্নয়নে এই টাকা খরচ করা হবে বলে জানা গিয়েছে ।‌ ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার শাসক, জেলা শিক্ষা আধিকারিক এবং নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভিডিওকে চিঠি দিয়ে কথা জানিয়েছেন সাংসদ । উন্নয়ন কাজের মাধ্যমে নন্দীগ্রামে বেশ কিছু পরিকাঠামোগত পরিবর্তন ঘটতে চলেছে বলে তাঁর কথা থেকে জানা গিয়েছে ।

             নন্দীগ্রামে রাজ্য সংখ্যালঘু দপ্তরের আর্থিক সহযোগিতায় একটি ইংরেজি মাধ্যম স্কুল গড়া হবে । ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে স্কুল নির্মাণ কাজের জন্য ৩কোটি,১৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে । কিন্তু জমি সমস্যার কারণে কাজ থমকে রয়েছে । তিন বছর আগে নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তেখালি এলাকায় একটি জমি দেখা হলেও তা সম্পূর্ণ নিচু জমি । সেজন্য নির্মাণ কাজে আগ্রহী ছিলেন না রাজ্য পূর্ত দপ্তরের আধিকারিকগণ । ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর ফের জমি দেখা হয় নন্দীগ্রাম ১ নম্বর ব্লক সদর থেকে ২ কিলোমিটার উত্তরে টেঙ্গুয়া লাগোয়া হরিপুর মৌজার কিষাণ মান্ডিতে । রাজ্য প্রশাসনিক পর্যায়ে জমিটি দেখা হলেও তা কৃষি দপ্তরের অধীনে রয়েছে । জানা গিয়েছে সেই জমি ছাড়তে নারাজ কৃষি দপ্তর । যার ফলে প্রকল্প নির্মাণ কাজে ধোঁয়াশা তৈরি হয় । প্রয়োজনীয় জমি না পেলে এই প্রকল্পটি অন্যত্র চলে যেতে পারে বলে গুঞ্জন তৈরি হয় । শেষমেশ গোকুলনগর এলাকার জমিটিকে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্কুল নির্মাণ করার ক্ষেত্রে নিচু ওই জমিতে মাটি ভরিয়ে দিতে পারলে কাজের সুবিধা হবে । তাতে পূর্ত দপ্তর স্কুল ‌নির্মাণে আগ্রহী বলে জানা যায় । বিষয়টি জানার পর সাংসদ দিব্যেন্দু অধিকারী, তাঁর সাংসদ তহবিলের টাকা দিতে উৎসাহী হন । সোমবার তিনি জানিয়েছেন,"নন্দীগ্রামে বেশ কিছু ভালো কাজ হতে চলেছে । ইংরেজি মাধ্যম স্কুল নির্মাণ তার মধ্যে যুগান্তকারী সিদ্ধান্ত । আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলেমেয়েরাও এই সরকারি স্কুলে পড়বার সুযোগ পাবে । এটা আনন্দের বিষয় । এই ভালো কাজের জন্য আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি । আমি সবসময় নন্দীগ্রামের মানুষের পাশে আছি,থাকবো ।" স্থানীয় গোকুলনগর মৌজায় জে এল নাম্বার ২৪১ এবং প্লট নম্বর ৫৩৫ ‌, এক একর এই জমিতে গড়ে উঠতে চলেছে ইংরেজি মাধ্যম স্কুলটি । তার আগে মাটি ভরিয়ে নিচু জমিটিকে উঁচু জমিতে পরিণত করা হবে । সেইসঙ্গে ওই জমি লাগোয়া খালের ওপর সেতু, রাস্তা তৈরি করা হবে । এ বিষয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিডিও সৌমেন বনিক জানান,"গোকুলনগরে‌ ইংরেজি মাধ্যম স্কুলটি গড়ে উঠতে চলেছে । এটাই চূড়ান্ত সিদ্ধান্ত ।  স্কুল নির্মাণে রাজ্য সংখ্যালঘু দপ্তর আর্থিক সহযোগিতা করছে ।"এখন কত দিনে স্কুল গড়ে ওঠে সেটাই দেখার বিষয়  ।

No comments