ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/UDbgG2uLcwI৬ ডিসেম্বর কালা দিবস পালন করবে তৃণমূল সংখ্যালঘু সেল। কলিকাতা সমাবেশের জন্য প্রস্তুতি সভা করলেন হলদিয়াতে। প্রসঙ্গত, ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যা ৬ ডিসেম্বর ১৯৯২ সালে বিতর্কিত বাবরি…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/UDbgG2uLcwI
৬ ডিসেম্বর কালা দিবস পালন করবে তৃণমূল সংখ্যালঘু সেল। কলিকাতা সমাবেশের জন্য প্রস্তুতি সভা করলেন হলদিয়াতে। প্রসঙ্গত, ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যা ৬ ডিসেম্বর ১৯৯২ সালে বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। সেই দিনের স্মরনে তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছর ৬ ডিসেম্বর কালা দিবস, সংহতি দিবস পালন করে । কলিকাতা শহীদ মিনারে কালা দিবসে পালন করবে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। সভায় উপস্থিত ছিলেন এইচ ডি এ ভাইস চেয়ারম্যান সাধন জানা। হলদিয়া থেকে বাস এবং ছোট গাড়ি নিয়ে সমাবেশে যাওয়া হবে বলে জানালেন হলদিয়ার শহর সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেস সভাপতি আরিফ হোসেন।
No comments