Sanskrit Written by : jayanta Mahapatra .অনুবাদক : মনোজিৎ দাস।।
জাগিয়ে তোল তাদের,যারা দরজার হ্যান্ডেলে টোকা দিচ্ছে।গ্রীষ্ম প্রধান দেশে সমুদ্রের জেলিফিশের মত ,চাপ দিলে ভেঙ্গে গলে যায়।ঘুমন্ত অবস্থায় হাত দিয়ে ছিঁড়তে থাকা দৈববা…
Sanskrit Written by : jayanta Mahapatra .
অনুবাদক : মনোজিৎ দাস।।
জাগিয়ে তোল তাদের,
যারা দরজার হ্যান্ডেলে টোকা দিচ্ছে।
গ্রীষ্ম প্রধান দেশে সমুদ্রের
জেলিফিশের মত ,
চাপ দিলে ভেঙ্গে গলে যায়।
ঘুমন্ত অবস্থায় হাত দিয়ে
ছিঁড়তে থাকা দৈববাণী ।।
খুব শক্ত শোনায় -
কৃপণ পৃথিবীতে ছড়িয়ে পড়ে
পৃষ্ঠা গুলো,
গাছের লাইনের কান্ড থেকে গন্ধ বের হয় বছরের পর বছর
শাখা গুলো মসৃণ ও মৃত।
যদিও আকাঙ্খা গুলো ভান করে আকাশে।
কিন্তু হারিয়ে যাওয়া ছোঁয়া গুলো তাদের মধ্যে স্থায়ী হয়।।
যদিও বেনারসের ঘাটে,
যেখানে প্রাণহীন দেহগুলো
ভেসে উঠেছে মানুষের মত
এলোমেলো মাথা
ভাসতে থাকে ফুলের কুঁড়ি যত্র তত্র।
জপের মালাগুলো নাচতে থাকে বৃষ্টির ধারায়,
পালকের নিঃশব্দ শব্দের মত গ্রীষ্মকাল স্বরণ করে দেয়,
তাদের অক্ষরগুলো মগ্ন করে
নিঃশব্দে।
এগুলো না শুনে পালিয়ে যেতে পারবে না এখন।
এক রহস্যজনক স্বর্গীয় পথ
রক্ষিত করে, প্রভাবিত করে সমস্বরে, স্পন্দিত হয় বটগাছে।
মুচির তৈরি খড়মের শব্দের ধ্বনি তোলে,
অনিশ্চিত মন্ত্রের বুলি কম্পিত হতে থাকে দুঃখের কুয়াশায়।।
No comments