চকদ্বীপা হাই স্কুলের পাশের পুকুর থেকে উদ্ধার হল দেহ পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ড চকদ্বীপা হাই স্কুল অবস্থিত। সেই স্কুলের পাশের পুকুর থেকে উদ্ধার হল ওই গ্রামেরই এক যুবকের দেহ। এপিজ…
চকদ্বীপা হাই স্কুলের পাশের পুকুর থেকে উদ্ধার হল দেহ পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ড চকদ্বীপা হাই স্কুল অবস্থিত। সেই স্কুলের পাশের পুকুর থেকে উদ্ধার হল ওই গ্রামেরই এক যুবকের দেহ। এপিজে কারখানা সিকিউরিটির কাজ করতেন কিন্তু গত কয়েক দিন ধরে বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে। অবশেষে আজ একুশে নভেম্বর মঙ্গলবার সকালে পুকুরে পাশেই পচা গলা দেহ ভেসে ওঠে। এলাকার মানুষ দেখতে পেরে স্থানীয় ভবানীপুর থানায় খবর দেয়। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ চকদ্বীপা স্কুলের পাশের পুকুর থেকে পচা কলা দেহ উদ্ধার করে। তার ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে পাঠানো হয়।
বিশেষ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম নিমাই চাঁদ হেমরম বয়স ৪০ চকদ্বীপা গ্রামে বাড়ি। এপিজে কারখানার কর্মরত সিকিউরিটি ছিলেন। ভবানীপুর থানার পুলিশ তদন্তে নেমেছেন।
No comments