নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কালীঘাটে পাঠানোর হুংকার নওশাদের
"এইতো সবে শুরু- সামলে থেকো গুরু" নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কালীঘাটে পাঠানোর হুংকার নওশাদের লোকসভা …
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কালীঘাটে পাঠানোর হুংকার নওশাদের
"এইতো সবে শুরু- সামলে থেকো গুরু" নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কালীঘাটে পাঠানোর হুংকার নওশাদের
লোকসভা নির্বাচন আসন্ন। বিরোধী রাজনৈতিক দলের পাখির চোখ ডাইমন্ড হারবার। লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তাল মিলিয়েছে আই এস এফ বিধায়ক নওশাদ। তিনিও জানিয়েছে দল যদি অনুমোদন দেয় তাহলে সে লড়াই করে দেখিয়ে দেবে। একদিকে শুভেন্দু অন্যদিকে নওশাদ দুজনেই বিভিন্ন সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলে চলেছেন। এবার শুভেন্দুর বিধানসভায় দাঁড়িয়ে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পাঠানোর হুংকার দেন নওশাদ। বৃহস্পতিবার নন্দীগ্রামে দলিয় সভায় যোগদান করেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সভামঞ্চ থেকে তিনি বলেন, আমি যেই বলেছি ডায়মন্ড হারবারে দাঁড়াবো তৃণমূল কংগ্রেসের ছোট বড় যত ধরনের নেতা আছে আমার পেছনে পড়েগেছে। আবার বলছে জামানত বাজেয়াপ্ত হবে পাঁচ লক্ষ ভোটে হারবে।এতো কথা যখন বলছেন তাহলে ভয় পাচ্ছেন কেনো?।
"এইতো সবে শুরু- সামলে থেকো গুরু" নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কালীঘাটে পাঠানোর কথা বলেন তিনি। পিসিকে নন্দীগ্রামের মানুষ হারিয়েছে তাই নন্দীগ্রামের দিকে পেছন ঘুরে তাকায়নি তেমনি ডায়মন্ড হারবারে অভিষেক আর পেছন ঘুরে দেখতে পারবে না সোজা কালীঘাটে চলে যাবে।
রাজ্যে সব থেকে বেশি অত্যাচারীত হয়েছে নন্দীগ্রাম আর ভাঙ্গড়। তাই নন্দীগ্রামের মানুষ একজোট হয়ে আশীর্বাদ করবেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পাঠাতে পারি।।
No comments