Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভার্চুয়াল মোড", তার মাধ্যমে হল ভাই ফোঁটা হলদিয়ার উপ- সংশোধনাগারে

"ভার্চুয়াল মোড", তার মাধ্যমে হল ভাই ফোঁটা হলদিয়ার উপ- সংশোধনাগারে
হৃদয়ের টান,রক্তের সম্পর্ক বলে কথা । তাই ভাইফোঁটার দিনে সব বাধা ভেঙে বোনের দেওয়া ফোঁটা পড়লো ভাইয়ের কপালে । আর চলমান প্রথা, আবেগ উচ্ছ্বাসে ভরা সেই সম…

 

 "ভার্চুয়াল মোড", তার মাধ্যমে হল ভাই ফোঁটা হলদিয়ার উপ- সংশোধনাগারে


হৃদয়ের টান,রক্তের সম্পর্ক বলে কথা । তাই ভাইফোঁটার দিনে সব বাধা ভেঙে বোনের দেওয়া ফোঁটা পড়লো ভাইয়ের কপালে । আর চলমান প্রথা, আবেগ উচ্ছ্বাসে ভরা সেই সম্পর্ক সেতু সুরক্ষায় বড় মাধ্যম হিসেবে গুরুত্ব পেল " ই- মুলাকাত "। ন্যাশনাল ইনফোরমেটিক সেন্টারের দেওয়া বিশেষ এই  সফটওয়্যার, যার মাধ্যমে সংশোধনাগারে বন্দীরা  ভাই ফোঁটা দিতে পারলেন । চেনা ভাষায় যা "ভার্চুয়াল মোড", তার মাধ্যমে বুধবার হল ভাই ফোঁটা  । হলদিয়ার উপ- সংশোধনাগারে বসে দিদি শর্মিষ্ঠা নায়েক ( পরিবর্তিত নাম)। আর হাজার মাইল দূরে মহারাষ্ট্রের নাগপুরের বাড়িতে বসে ভাই দুর্গেশ নায়েক ( পরিবর্তিত নাম ) । তার পাশে আরেক ছবি । হরিয়ানার কার্নালের বাড়িতে বসে ভাই উদিত সিং( পরিবর্তিত নাম) । যখন থালা ভরা নানা উপচার সাজিয়ে এবং প্রদীপ, ধুপকাঠি জ্বালিয়ে ভাই বসে, তখন হলদিয়ার সংশোধনাগারে ফোটা দেওয়ার জন্য  উদগ্রীম দিদি ললিতা সিং( পরিবর্তিত নাম) । ভার্চুয়াল মোডে ভাইয়ের কপালে পড়লো তিলক(ফোটা) । এভাবে চার বছর সংশোধনাগারে থেকে ভাইফোঁটা দেওয়ার নজির গড়েছেন বন্দি দুই প্রবাসী আসামি । এবারও তার ব্যাতিক্রম ঘটেনি । দুই প্রান্তে ভাই বোনের চোখে আবেগ উচ্ছ্বাসের বাঁধ ভেঙে চোখে জল আসে । গলার স্বর ভারি হয় । তারই মধ্যে চলে কুশল বিনিময় । কুড়ি মিনিটের এই ভাইফোঁটা পর্বে ছিল ভরপুর উন্মাদনা । সেই সঙ্গে বাঙালি রীতি মেনে মাঙ্গলিক আয়োজনে আটজন আসামি এই সংশোধনাগারে সারলেন ভাইফোঁটা । সংশোধনাগারের লোহার গারদের মধ্যে আসামি । বাইরে কারুর ভাই,বোন অথবা দিদি । যেমনটা দেখা গেল নন্দীগ্রামের ভেকুটিয়ার রাম চক্রবর্তী( পরিবর্তিত নাম) লোহার গারদের ভেতরে, তখন তার দিদি কুহেলি চক্রবর্তী ( পরিবর্তিত নাম) নানান উপাচার সাজিয়ে বাইরে । গারদের একটুখানি ফাঁক দিয়ে আঙুলে চন্দন চন্দন নিয়ে ভাইয়ের কপালে দিলেন ফোঁটা । চাল-দুর্বা- তুলসী পাতা পড়লো ভাইয়ের মাথায় । শাঁখ বাজানো হলো । উচ্চারিত হলো " ভাইয়ের কপালে দিলাম ফোঁটা / জমের দুয়ারে পরলো কাঁটা "। হলো মিষ্টি মুখ, শুভেচ্ছা বিনিময় । দিদির আনা উপহার হিসেবে  নতুন পোশাকও পেলেন ভাই । হলদিয়া উপ সংশোধনাগারের গেটে বুধবার ভাইফোঁটা ঘিরে ধরা পড়লো এমন আনন্দঘন মুহূর্ত । এই উপ সংশোধনাগারের নিয়ামক সমর পাল জানিয়েছেন," কোন কারনে ভুল কিংবা অপরাধের জন্য এই মানুষগুলো সংশোধনাগারে থাকতে বাধ্য হয়েছেন । আইনের অনুশাসন থাকলেও প্রচলিত রীতি মানবিকতা বাদ দিয়ে থাকা যায় না । তাই সরকারি নিয়মে সারা বছর বিভিন্ন প্রথা মেনে যেমন অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে, কেমন আজকে ভাই ফোঁটা হল । বাড়ির লোকজনের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে তারা মানসিক শান্তি পেলেন । আমরা কেবল সহযোগিতা করেছি ।" তবে এদিন ১০ জন আসামি ভাইফোঁটায় অংশগ্রহণ করলেও সংশোধনাগারে থাকা সকল আসামির জন্য এদিন বিশেষ ভোজের ব্যবস্থা ছিল । বিশেষ দিন বলে কথা । তাই বিশেষ পদ হিসেবে ছিল মাংস । আর তাতেই সকলে আনন্দ ভাগ করে নিলেন ।

No comments