Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গুরুতর আহত হয়ে কলকাতা অ্যাপেলো হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক সৌমেন মহাপাত্র

গুরুতর আহত হয়ে কলকাতা অ্যাপেলো হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক সৌমেন মহাপাত্রবিজ্ঞাপন    *  নাম জমাদিবার শেষ তারিখ ২১ শে নভেম্বর' ২৩*
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক ড: সৌমেন কুমার মহাপাত্র আহত অবস্থায় কলকাতার অ্যাপ…

 




গুরুতর আহত হয়ে কলকাতা অ্যাপেলো হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক সৌমেন মহাপাত্র

বিজ্ঞাপন

   *  নাম জমাদিবার শেষ তারিখ ২১ শে নভেম্বর' ২৩*


রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক ড: সৌমেন কুমার মহাপাত্র আহত অবস্থায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলেন। জানা যায়, গতকাল অর্থাৎ ১৫ নভেম্বর বুধবার রাত্রিতে পার্টির প্রোগ্রাম সেরে বাড়ি ফিরেন। বাড়িতে নিজের রুমে পাজামা খুলতে গিয়ে পা পিছলে খাট পালঙ্ক -এর বিছানার উপর পড়ে যান। গলাতে প্রচন্ড ধাক্কা লাগে পালঙ্কের খাটে। সকালে ঘুম থেকে উঠে আর কথা বলতে পারছেন না ড: সৌমেনবাবু। তাঁর চিকিৎসার জন্য তড়িঘড়ি করে কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন ,ড: সৌমেনবাবুর গলায় জোর ধাক্কা লাগার কারণে রক্ত জমাট বেঁধে রয়েছে।

No comments