লোনের নামে কোটি টাকার আর্থিক দুর্নীতিবিজ্ঞাপন
ব্যাঙ্কিং লোনের নামে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠলো এক মহিলার বিরুদ্ধে। মহিলার বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ এলাকাবাসির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদি…
লোনের নামে কোটি টাকার আর্থিক দুর্নীতি
বিজ্ঞাপন
ব্যাঙ্কিং লোনের নামে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠলো এক মহিলার বিরুদ্ধে। মহিলার বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ এলাকাবাসির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের শীপুরে। শীপুরের বাসিন্দা পুষ্প শিট
স্বামী - গৌতম শিটের বিরুদ্ধে এলাকার মহিলাদেরকে ব্যাঙ্কিং লোন পাইয়ে দিয়ে কোটি টাকা তছরূপ করার অভিযোগ উঠলো। জানা গেছে পুষ্প শিট এলাকার মহিলাদের বিভিন্ন ব্যাংক থেকে লোন পাইয়ে দিতে সাহায্য করতো। তার পরিবর্তে লোনের অর্ধেক টাকা নিজে নিতো। সেই টাকা পুষ্প নিজে ব্যাংকে শোধ করে দিবে এলাকার মহিলাদের বলতো। গ্রামের সাধারণ গৃহবধূরা এ বিষয়ের গুরুত্ব না বুঝে ঐ অভিযুক্ত মহিলার কথায় সরল বিশ্বাসে টাকা পয়সার দিয়ে দিতো । কিন্তু কিছুদিন আগে গ্রামের মহিলাদের কাছে ব্যাংকের নোটিস আসার পরে এলাকার মহিলারা জানাতে পারেন লোনের কিস্তির কোনো টাকা জমা পড়েনি। এদিন মহিলার বাড়ি থেকে প্রচুর ব্যাংকের নথিপত্র উদ্ধার করে এলাকার প্রতারিত মহিলারা। জানা ১৫ দিন থেকে এলাকা থেকে ফেরার অভিযুক্ত পুষ্প শিট ও তার স্বামী গৌতম শিট। এদিন মহিলার বাড়ির টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এগরা থানায় লিখিত অভিযোগ জানায় প্রতারিত মহিলারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ।
No comments