Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ‍্যসাগর গ্রামিন মেলার প্রস্তুতি নিয়ে সাধারণ সভা

বিদ‍্যসাগর গ্রামিন মেলার প্রস্তুতি নিয়ে  সাধারণ সভা
সমাজসংস্কারক শিক্ষাবিদ পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের নামাঙ্কিত বিদ‍্যসাগর গ্রামিন মেলার প্রস্তুতি নিয়ে একটি সাধারণ সভার অনুষ্ঠিত হলো নতুন পুকুর  কৃষক বাজারে। 
পূর্ব মেদিনীপুর জ…

 

বিদ‍্যসাগর গ্রামিন মেলার প্রস্তুতি নিয়ে  সাধারণ সভা


সমাজসংস্কারক শিক্ষাবিদ পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের নামাঙ্কিত বিদ‍্যসাগর গ্রামিন মেলার প্রস্তুতি নিয়ে একটি সাধারণ সভার অনুষ্ঠিত হলো নতুন পুকুর  কৃষক বাজারে। 


পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের 

বাসুদেবপুর বিদ‍্যাসাগর গ্রামিন মেলা সমিতির পরিচালনায় ১৯ তম বর্ষে বিদ‍্যাসাগর গ্রামিন মেলার প্রস্তুতি নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি হয় নতুন পুকুর কৃষক বাজারে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক পিজুশ কান্তি পন্ডা, বিনয় কুমার পট্টনায়েক, নির্মল সামন্ত,হরিপদ দাসমহাপাত্র, মোকসেদ আলি খা, সুনিল কুমার জানা, মৃনাল কান্তি দাস, গোকেশ নন্দ গোস্বামি, 

সভার শুরুতে মেলা কমিটির সম্পাদক পিজুশকান্তি পন্ডা গত বছরের মেলার হিসেবে দেন ও এবছর মেলার দিন ঘোষণা করেন 

আগামী ২৪ ডিসেম্বর এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে চলবে ০২ জানুয়ারি পযর্ন্ত ১০ দিন ব‍্যাপি এই মেলায় প্রতিদিন থাকছে ৪ টি মঞ্চে অনুষ্ঠান যাত্রা , কীর্তন গান, সংগীত, কাবালি ও সংস্কৃতি  অনুষ্ঠিত হবে মেলায়। বিগত বছরের মতো  এই মেলায় কয়েক হাজার মানুষের সমাগম হব বলে আসাবাদি কমিটির সদস্য দের।

No comments