Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট গড়ছে হলদিয়া পেট্রকেম

দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট গড়ছে হলদিয়া পেট্রকেম
 তিন হাজার কোটি টাকা বিনিয়োগে দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট গড়ছে হলদিয়া পেট্রকেম। একইসঙ্গে সংস্থাটি ওলিফিন কনভার্সন টেকনোলজি ভিত্তিক ভারতের প্রথম অন-পারপাস প্রপিলিন প্ল্যান্টও গড়ছে …

 



দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট গড়ছে হলদিয়া পেট্রকেম


 তিন হাজার কোটি টাকা বিনিয়োগে দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট গড়ছে হলদিয়া পেট্রকেম। একইসঙ্গে সংস্থাটি ওলিফিন কনভার্সন টেকনোলজি ভিত্তিক ভারতের প্রথম অন-পারপাস প্রপিলিন প্ল্যান্টও গড়ছে বন্দর শহরে। পেট্রকেমে নতুন লগ্নির সঙ্গে সঙ্গে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে শিল্পাঞ্চলে। নয়া প্রকল্পের জন্য একসঙ্গে দু’হাজারের বেশি ঠিকাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পেট্রকেম কর্তৃপক্ষ। প্রকল্প চলাকালীন ১৩টি বিভিন্ন বিভাগে ওই কর্মীরা কাজ করবেন। বয়স ৩৫ বছরের নীচে হতে হবে। কাজের মেয়াদ ছ’মাস থেকে দু’বছর। ১নভেম্বর থেকে ওই কাজের জন্য অনলাইনে বা অফলাইনে চাকরিপ্রার্থীদের আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ৯নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। হলদিয়ার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে ওই নিয়োগ প্রক্রিয়া চলবে। নয়া প্রকল্প শুরুর আগে হলদিয়া এলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। পেট্রকেমের পাশাপাশি তিনি চ্যাটার্জি গ্রুপের অন্য শিল্পসংস্থা এমসিপিআই কারখানাও পরিদর্শন করেন। 

পেট্রকেম সূত্রে জানা গিয়েছে, ২০২৬সালের মার্চের মধ্যে উৎপাদন চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নয়া ফেনল প্রকল্পের বার্ষিক উৎপাদন ক্ষমতা তিন লক্ষ টন। এক লক্ষ ৮৫হাজার টন অ্যাসিটোন উৎপাদন করবে। হলদিয়ায় ফেনল প্রকল্পের উৎপাদন চালু হওয়ার পর পেট্রকেম ফেনোলিক্স চেইনে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড সংস্থা হয়ে উঠবে। এবার স্পেশালিটি কেমিক্যাল উৎপাদনে দেশের এক নম্বর জায়গা দখল নিতে চাইছে। এই মুহূর্তে এই ধরনের কেমিক্যালের ব্যাপক চাহিদা রয়েছে, যা জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে আরও বাড়বে। এজন্য বড়সড় লগ্নি করছে তারা। ফেনল বেনজেনল বা ফেনোলিক অ্যাসিড হিসেবেও পরিচিত। রাসায়নিক শিল্পের কাঁচামাল হিসেবে এর ব্যাপক ব্যবহার হয়। পলিকার্বোনেট, ইপক্সি, বেকেলাইট, নাইলন, ডিটারজেন্ট, ফেনক্সি হার্বিসাইট এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের কাঁচামাল হল ফেনল। ২০২২-২৩অর্থ বর্ষে পেট্রকেম ফেনলের মতো স্পেশালিটি কেমিক্যাল বিক্রি করে প্রায় এক হাজার কোটি টাকা আয় করেছে। নতুন স্পেশালিটি কেমিক্যাল প্রকল্প চালু হলে আরও পাঁচ হাজার কোটি টাকার ব্যবসা বাড়বে বলে আশা পেট্রকেমের। নতুন প্রকল্পের জন্য সংস্থার তরফে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কর্মী চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বারবেন্ডার, কার্পেন্টার, ফিটার, গ্রাইন্ডার বা গ্যাসকাটার, হেল্পার, রাজমিস্ত্রি, ওয়েল্ডার সহ নানা বিভাগে মোট ২০৭৯জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অনলাইন নিয়োগ পোর্টালে। ক্লাস ফাইভ পাশ থেকে আইটিআই পাশ যুবকরা আবেদন করতে পারবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

No comments