Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাফ সিরাপ সহ গ্রেপ্তার ২

শিলিগুড়িতে নেশার কাফ সিরাপ সহ গ্রেপ্তার ২ মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। প্রায় প্রতিদিন মাদক সহ গ্রেপ্তার হচ্ছে মাদক কারবারীরা, তবুও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না শিলিগুড়ি শহরের মাদকের কারবার…

 




 শিলিগুড়িতে নেশার কাফ সিরাপ সহ গ্রেপ্তার ২

 মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। 

প্রায় প্রতিদিন মাদক সহ গ্রেপ্তার হচ্ছে মাদক কারবারীরা, তবুও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না শিলিগুড়ি শহরের মাদকের কারবার।এবার ৩০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ দুই জনকে গ্রেফতার করল এসওজি এবং প্রধান নগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ।


নিষিদ্ধ কাশির সিরাপ ডেলিভারির আগেই এসওজি ও প্রধান নগর পুলিশ দুই জনকে গ্রেফতার করল।

ধৃত অভিযুক্তদের নাম রঞ্জিত মাহাতো ও কমল বিশ্বাস।

রণজিৎ প্রধান নগরের বাসিন্দা এবং কমল শিলিগুড়ির বাগডোগরার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রে জানা গিয়েছে রঞ্জিত মাহাতো দুটি ব‍্যাগে ঐ নিষিদ্ধ কাশির সিরাপ ডেলিভারি দিতে শিলিগুড়ির প্রধান নগর থানার জংশন সংলগ্ন রামকৃষ্ণ বেদান্ত আশ্রম এলাকায় পৌঁছেছিল।অপরদিকে নিষিদ্ধ কাশির সিরাপ  নিতে বাগডোগরা থেকে কমল বিশ্বাস পৌঁছেছিল। এই মাদকের হাত বদলের খবর পাওয়া মাত্রই এসওজি এবং প্রধান নগর থানার পুলিশ যৌথ অভিযান চালায়।

ঠিক সেই সময় জংশন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের কাছে পুলিশ দুইজনকে হাতেনাতে ধরে ফেলে এবং স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধান নগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ ৩০০ বোতল নেশার কাফ সিরাপ উদ্ধার করে। উদ্ধার হওয়া এই নিষিদ্ধ কাশির সিরাপের বাজার মূল্য আনুমানিক ১ লাখ টাকা।

স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধান নগর থানার পুলিশ তাদের দুজনকে এনডিপিএস আইনে গ্রেপ্তার করে। আজ দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। কোথা থেকে অভিযুক্তরা এই মাদক সংগ্রহ করেছিল এবং এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছে পুরো  ঘটনার তদন্ত করছে পুলিশ।


No comments