Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার আন্ত রাজ্য গরু পাচারের যোগসূত্র এই রাজ্যে....?

বিগ ব্রেকিং, বিগ ব্রেকিং, এবার আন্ত রাজ্য গরু পাচারের যোগসূত্র এই রাজ্যে....?রামনগর এলাকায় জলপথ ব্যবহার করে গরু পাচার করতে এসে গ্রামবাসীদের হাতেনাতে ধরা পরল ব্যবসায়ী এবং ক্রেতা।সূত্রপাত উড়িষ্যা থেকে একটি ট্রলারে করে প্রায় ৩০…

 



 বিগ ব্রেকিং, বিগ ব্রেকিং, 

এবার আন্ত রাজ্য গরু পাচারের যোগসূত্র এই রাজ্যে....?

রামনগর এলাকায় জলপথ ব্যবহার করে গরু পাচার করতে এসে গ্রামবাসীদের হাতেনাতে ধরা পরল ব্যবসায়ী এবং ক্রেতা।

সূত্রপাত উড়িষ্যা থেকে একটি ট্রলারে করে প্রায় ৩০ থেকে ৩৫ খানা গরু বিক্রি করার উদ্দেশ্যে সমুদ্রের পথে আনা হয় টলার থেকে গরু নামানোর সময় গ্রামবাসীদের নজরে আসতেই গ্রামবাসীরা ওই  পাচারকারীকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পুলিশ এসে কিছু টাকার চাঁদার বিনিময়ে গরু ছেড়ে দেওয়ার কথা জানান। এতে গ্রামবাসীরা রাজি না হওয়ায় গরু আটকে রাখেন।

সবশেষ গ্রামবাসীরা শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।যদিও উড়িষ্যার এই গরু ব্যবসায়ী তার কাছে কোন গরু বিক্রির কোন বৈধক কাগজপত্র দেখাতে পারেনি।

এবং যিনি ক্রেতা তিনিও গরু কেনার কোন কাগজপত্র পাননি

গরু নিয়ে আশা হয়েছে রামনগর বিধানসভা কেন্দ্রের মন্দারমনি থানা এলাকার দক্ষিণ পুরুষোত্তমপুর এলাকার।

No comments