ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/2zS2K1dNsl0
ভবানীপুর থানার আবাসিকদের দীপান্বিতা উৎসব শিল্প সংস্কৃতির শহর হলদিয়া প্রবেশদ্বার ভবানীপুর থানা জাতীয় সড়কের ধারেই । বিস্তীর্ণ এলাকা নিয়ে এই থানা। থানার সামনে রয়েছে স্থায়ী শ্যা…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/2zS2K1dNsl0
ভবানীপুর থানার আবাসিকদের দীপান্বিতা উৎসব শিল্প সংস্কৃতির শহর হলদিয়া প্রবেশদ্বার ভবানীপুর থানা জাতীয় সড়কের ধারেই । বিস্তীর্ণ এলাকা নিয়ে এই থানা। থানার সামনে রয়েছে স্থায়ী শ্যামা মায়ের মন্দির সেই মন্দিরে প্রতি বছরের মতোই এ বৎসর মায়ের আরাধনা এবং এলাকার দুস্থ মানুষদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি রেখেছেন দুস্থ মানুষদের জন্য শীতের পোশাক বিতরণ চারা গাছ বিতরণ ডেঙ্গু থেকে বাঁচতে মশারি বিতরণ কর্মসূচি ।
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনে মধ্য দিয়ে দীপান্বিতা উৎসবে সূচনা করলেন সিআই মহিষাদল মানবেন্দ্র পাল উপস্থিত ছিলেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা এছাড়াও থানার আবাসিক বৃন্দ।
থানা এলাকার মানুষদের যেমন সুরক্ষার কথা মাথায় রেখেছেন কিন্তু আবাসিক দের দীপান্বিতা উৎসবে আবাসিক দের আনন্দ করার জন্য কথা ভুলে যাননি অফিস ইনচার্জ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিভিন্ন আধিকারিকদের হাত ধরেই পুজোর উদ্বোধন হয় । উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধারণ জানা, ন্যাশনাল কাররেলীর চ্যাম্পিয়ন ও রাজ্য কাবাডি এসোসিয়েশনের সভাপতি আজগর আলী পল্টু। দীপান্বিতা উৎসব কে কেন্দ্র করে আগামী ১৩ ই নভেম্বর চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে।
No comments