ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/wMUuprl1z0s
দুর্গা চক থানার অন্তর্গত হাজরা মোড় সংলগ্ন পিএইচ এ্যাপয়েন্টমেন্ট তাদের আবাসিকদের নিয়ে দীপান্বিতা উৎসবে মেতে উঠলেন। অ্যাপয়েন্টমেন্ট এর পরিবারের ছেলেমেয়েদের ৮ থেকে ৮০ সকলেই এই …
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/wMUuprl1z0s
দুর্গা চক থানার অন্তর্গত হাজরা মোড় সংলগ্ন পিএইচ এ্যাপয়েন্টমেন্ট তাদের আবাসিকদের নিয়ে দীপান্বিতা উৎসবে মেতে উঠলেন। অ্যাপয়েন্টমেন্ট এর পরিবারের ছেলেমেয়েদের ৮ থেকে ৮০ সকলেই এই পুজোয় যেমন মেতে উল্লেখ ঠিক তেমনি ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের দীপান্বিতা উৎসব অনুষ্ঠিত হয় । তবে কিছু নামিদামি জেলার ভিন্ন প্রান্ত থেকেও অতিথি শিল্পীরা এসে গান নৃত্য আবৃত্তি পাঠ করেন। পি এইচ এ্যাপয়েন্টমেন্ট আবাসিকদের কালীপুজো ঘিরে রঙিন আলোয় রোশনায় ঝলমল করে পুরো অ্যাপয়েন্টমেন্ট এলাকা।
No comments