Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাপুজি বাজার কল্যান সমিতির ২৬ তম বর্ষের শ্যামা পূজা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/CCixMyDRvYY
বাপুজি বাজার কল্যান সমিতির ২৬ তম বর্ষের শ্যামা পূজা।
ভবানীপুর থানার অন্তর্গত হাই রোড থেকে চৈতন্যপুর  প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। এই মার্কেটটি বাপুচি মার্কেট নামে চিহ্নিতকরণ। ক…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/CCixMyDRvYY


বাপুজি বাজার কল্যান সমিতির ২৬ তম বর্ষের শ্যামা পূজা।


ভবানীপুর থানার অন্তর্গত হাই রোড থেকে চৈতন্যপুর  প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। এই মার্কেটটি বাপুচি মার্কেট নামে চিহ্নিতকরণ। কিন্তু রাস্তার উপর টোটো অটো দাঁড়িয়ে থাকে সর্বদা বাজার কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোন কাজ হয়নি বলে অভিযোগ। 

জেলা পরিষদের অর্থে শৌচাগার প্রথম এবং দ্বিতীয়বারে সংস্কার করতে গিয়ে পার্টি অফিস রয়েছে সেই নিয়ে সেই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাজার কমিটির সম্পাদক।

 তিনি বলেন বাজার কমিটির সম্পাদক হিসেবে দীর্ঘ কুড়ি বছর রয়েছি। সেই সুবাদেই কিছু অনৈতিক কাজ করতে গিয়ে বাধা দিতে গিয়েই এখন উচ্চ আদালতে মকদ্দমা চলছে তা সত্ত্বেও শুনেছি পরপর দুবার জেলা পরিষদের অর্থে আধুনিকরণ হয়েছে শৌচাগার। সেই সৌচাগারে দ্বিতলে  রয়েছে পাটি অফিস থাকার কারণেই বিশেষ করে পথ চলতে মহিলারা শৌচাগারে যেতে কণ্ঠিত হচ্ছে। 

এছাড়াও তিনি বলেন রাস্তার উপরে টোটো অটো দাঁড়িয়ে থাকে মাঝেমধ্যে যানজটের সৃষ্টি হয়। সেজন্য স্থানীয় প্রশাসনকে বলেও কোন কাজ হয়নি।

 আমরা নিজেদের উদ্যোগে হোম গার্ডের ব্যবস্থা করেছি প্রশাসন কে  জানিয়েও কোনো কাজ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন বাজার কমিটির সম্পাদক -লালু কপাট। এবারের বাপুজি মার্কেটের পুজোর ২৬ তম বর্ষে পদার্পণ করেছে পুজোকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি রয়েছে দুঃস্থ মানুষদের জন্য শাড়ি বিতরণ এছাড়া এলাকা নতুন প্রতিভা অন্বেষণের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতকালেই পরমাণু দেওয়া হবে পথ চলতি মানুষদের। সুইচ আকারের উপর তলায় পার্টি অফিস সে নিয়ে মুখ খুললেন হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ  অলোক রঞ্জন দাস। তিনি বলেন জেলা পরিষদের জায়গার উপরে তৈরি হয়েছে শৌচাগার নিচে শৌচাগার তৈরি হয়েছে এবং তার উপর তলায় যে রুমটি হয়েছে সেটা জেলা পরিষদের কাছ থেকে লিজে নেওয়া হয়েছে।

No comments