চকদ্বীপা সৃষ্টির দীপান্বিতা উৎসবের উদ্বোধনে- হিরন অশুভ শক্তির বিনাস ঘটিয়ে শুভ শক্তির সূচনা জন্য বাংলার বাঙালির হৃদয়ে দীপান্বিতা উৎসব শুরু হয়েছে ধনতেরাস দিন থেকেই। পূজো মণ্ডপ প্রতিমা দেখার জন্য বিভিন্ন পূজা মন্ডপ ১১ই নভেম্বর থ…
চকদ্বীপা সৃষ্টির দীপান্বিতা উৎসবের উদ্বোধনে- হিরন
অশুভ শক্তির বিনাস ঘটিয়ে শুভ শক্তির সূচনা জন্য বাংলার বাঙালির হৃদয়ে দীপান্বিতা উৎসব শুরু হয়েছে ধনতেরাস দিন থেকেই।
পূজো মণ্ডপ প্রতিমা দেখার জন্য বিভিন্ন পূজা মন্ডপ ১১ই নভেম্বর থেকেই তার উদ্বোধনের সূচনা করেছেন। হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত ১১৬ জাতীয় সড়কের ধারেই চকদ্বীপা হাই স্কুলের পাশেই সৃষ্টি তাদের ১১ ই নভেম্বর শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে শ্যামা মায়ের আরাধনা।
১২ই নভেম্বর চলচ্চিত্র জগতে সুপারস্টার হিরন চ্যাটার্জীর হাত ধরেই এবারের পূজো উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভা বিধায়ক তাপসী মন্ডল উপস্থিত ছিলেন ময়না বিধানসভার বিধায়ক অশোক দিন্দা। ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এলাকার মানুষের সুখ সমৃদ্ধি আর অশুভ শক্তি বিনাস ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার করার জন্য এবং সকলকে শুভেচ্ছা বার্তা দিলেন সুপারস্টার হিরন চ্যাটার্জী ।
No comments