জেলার ডব্লিউ বি ইউ জে সাধারণ সভাকবিরের জন্য সাংবাদিকদের সংগঠন ডব্লিউ বি ইউ জে সংগঠন সাধারণ সভা সব বিভিন্ন কার্যক্রম প্রায় বন্ধ ছিল সভা সমিতি হতো ঠিক। কিন্তু সে ধরনের সাংগঠনিক ক্রিয়াকলাপ করতে অসুবিধা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেল…
জেলার ডব্লিউ বি ইউ জে সাধারণ সভা
কবিরের জন্য সাংবাদিকদের সংগঠন ডব্লিউ বি ইউ জে সংগঠন সাধারণ সভা সব বিভিন্ন কার্যক্রম প্রায় বন্ধ ছিল সভা সমিতি হতো ঠিক। কিন্তু সে ধরনের সাংগঠনিক ক্রিয়াকলাপ করতে অসুবিধা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনের এজিএম আগামী ২৬ শে নভেম্বর তমলুক শহরে অনুষ্ঠিত হবে আজ এক্সিকিউটি বর্ডি মিটিংয়ে সেই সিদ্ধান্ত হয়। যে সকল সদস্য সদস্য বাৎসরিক সদস্য চাঁদা দেননি তাদেরকে মিটিয়ে দিতে হবে সেই সিদ্ধান্ত হয়েছে। সংগঠনের সম্পাদক প্রশান্ত দাস বলেন কোভিডে সময় আমরা এজিএম করতে পারিনি। এবং রাজ্যস্তরে অনেক টাকা বাকি রয়েছে সেগুলো আমাদের মেটাতে হবে আগামী ১০ই ডিসেম্বর রাজ্য এজিএম অনুষ্ঠিত হবে দুর্গাপুরে।
No comments