ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/ARELaCRD4Doবিবেকানন্দ মিশন টাউনশিপ শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে এন্কারেজ কেম্পে।
নতুন বিল্ডিং এর স্কুল চালু হল
শিল্প সংস্কৃতির শহর শিক্ষার শহর হলদিয়া বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিবেকানন্দ মিশ…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/ARELaCRD4Do
বিবেকানন্দ মিশন টাউনশিপ শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে এন্কারেজ কেম্পে।
নতুন বিল্ডিং এর স্কুল চালু হল
শিল্প সংস্কৃতির শহর শিক্ষার শহর হলদিয়া বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিবেকানন্দ মিশন টাউনশিপ শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে এন্কারেজ কেম্পে।
দেখতে দেখতে অনেকটা বছর কেটেছে। মাধ্যমিক পরীক্ষায় ট্রপার হয়েছে এই স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরা ।
গত দু'বছর আগে ক্ষুদিরামনগরে একটি ভাড়া বাড়িতে স্কুলটি চলছিল ১৮ মাসের মাথায় তাদের নতুন জায়গায় নব রূপে সেজে উঠেছে স্কুল গৃহ। বিবেকানন্দ মিশন সোসাইটি ( একটি ট্রাস্ট রয়েছে) রাজ্যে মোট তিনটি স্কুল রয়েছে, জোকা তে যে রয়েছে এদের হেড অফিস। আরো একটি স্কুল খোলা হয়েছে বারুইপুরে।
তাদের ট্রাস্টের মধ্য দিয়ে( সিবিএসসি বারুইপুর ও আই সিএস ই দুটি স্কুল হলদিয়া এবং জোকা কলকাতা)
(ICSE 2 school Haldia, joka kolkata CBSE 1 baruipur ) অন্তর্গত তিনটি স্কুল সারা রাজ্যে চলছে এবং মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করছে বলেও জানা যায়।
১৮ মাসের মাথায় ভাড়া বাড়ি ছেড়ে নিজেদের জায়গায় এন্কারেজে গড়ে উঠেছে বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির ।
জানাযায় শিশু বিভাগ থেকে মাধ্যমিক পর্যন্ত পঠন-পাঠন করানো হয় বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯৫০ জন ।স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলে প্রায় ৭০ জন রয়েছে। জানালেন স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী তিনি বলেন স্কুল গ্রাউন্ড এর মধ্যেই ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য থাকছে খেলার মাঠ, স্কুলের প্রবেশদ্বারে এক নম্বর গেটের পাশেই থাকবে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠিত মন্দির।
নতুন স্কুলের নতুন পরিবেশে এসে ভালো লাগছে বলে জানালেন স্কুলের কচিকাঁচারা। তারা বললেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা পঠন পাঠন যেমন ভালো করান ঠিক তেমনিভাবে সুস্থ পরিবেশে জন্য দরকার স্কুল বিল্ডিং শ্রেণিকক্ষ। তাই স্কুল বিল্ডিংটি খুব ভালো লেগেছে। ত্রিতল বিল্ডিং হয়েছে প্রতিটি ক্লাস রুমের পাশেই রয়েছে বিশুদ্ধ পানীয় জল একোয়াগার্ড ব্যবস্থা।
স্কুলের ছেলেমেয়েদের বহু দূর দুরান্ত থেকে আসে তাদের জন্য রয়েছে বাসের ব্যবস্থা। প্রিন্সিপাল ম্যাডাম বলেন আমরা আগামী শিক্ষাবর্ষ থেকেই (একাদশ ও দ্বাদশ শ্রেণী) উচ্চ মাধ্যমিক চালু করার পরিকল্পনা রয়েছে। এখনো বিল্ডিংয়ে অনেক কাজ বাকি রয়েছে, তবে আগামী মার্চ মাসে মধ্যেই এই বিল্ডিং এর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন শিক্ষকরা প্রাইভেট টিউশন করবে না দুঃস্থ ছাত্রছাত্রী পরিবারের কথা মাথায় রেখেই স্কুলের শিক্ষকরা এক্সট্রা টাইম ছাত্রছাত্রীদের পঠন পাঠনের উদ্যোগ নেবে।
No comments