Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Haldia's birthday celebration? ৬৪ তম হলদিয়ার জন্মদিন পালন?

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/9TWE8n9Wn6U
হলদিয়ার জন্মদিন প্রকাশ্যে আনুক বন্দর কর্তৃপক্ষ 
৬৪তম হলদিয়ার জন্মদিন পালনশিল্প শহর শিক্ষার শহর হলদিয়া তিলে তিলে তিলোত্তমা হয়েছে বন্দর কেন্দ্রিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শিল…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/9TWE8n9Wn6U


হলদিয়ার জন্মদিন প্রকাশ্যে আনুক বন্দর কর্তৃপক্ষ 


৬৪তম হলদিয়ার জন্মদিন পালন

শিল্প শহর শিক্ষার শহর হলদিয়া তিলে তিলে তিলোত্তমা হয়েছে বন্দর কেন্দ্রিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শিল্প সংস্থা গড়ে উঠেছে। আজকের দিনে ১৯৫৯ সালে ১ লা নভেম্বর এন্কারেজ রুল করে জাহাজের পণ্য ওঠা নামার কাজ শুরু হয়েছিল। সেই দিনকে মান্যতা করেই হলদিয়ার জন্মদিন তথা প্রতিষ্ঠা দিবস পালিত হলো সিটি সেন্টারের সামনে ।

হলদিয়ার জন্মদিন এবং ইতিহাস বিভিন্ন দিন বিভিন্ন সময়ে পালন করে হলদিয়ার মানুষ। কিন্তু সঠিক তারিখ এখনো পর্যন্ত সরকার বাহাদুর সামনে আনেননি। তাহলে কি হলদিয়ার জন্মদিন সঠিকভাবে রূপায়িত হবে না? নতুন প্রজন্ম কি জানতে পারবেনা ? হলদিয়ার প্রথম গড়া পত্তন কিভাবে তৈরি হয়েছিল?

প্রত্যেকটি শহর বন্দরের জন্মদিন পালিত হয়। ৩০০ বছর কলকাতার জন্মদিন কে নিয়ে এখনো আইনি জটিলতায় রয়েছে কিন্তু হলদিয়া মাত্র ৬৪ বছর অতিক্রান্ত হয়ে ৬৫ তম বর্ষে পদার্পণ করলো। তাহলে কেনই কেন বা হলদিয়ার ইতিহাস জানবে না। হলদিয়াকে নিয়ে যারা গবেষণা করবে তারা সঠিকভাবে হলদিয়াকে নিয়ে জানবেনা ? হলদিয়ার প্রকৃত তথ্য কেন নতুন প্রজন্মের কাছে ধোঁয়াশা হয়ে থাকবে? সে নিয়ে  প্রশ্ন এখন মাথা চাড়া দিয়েছে।

শিল্প শহরে বিভিন্ন দিন হলদিয়ার জন্মদিন পালিত হয় এবং সেই সময়কারে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সে নিও বিভ্রান্ত রয়েছে।

তথ্য অনুযায়ী প্রয়াত স্বাধীনতা সংগ্রামী লেখক সাংবাদিক বঙ্কিমচন্দ্র ব্রহ্মচারী তিনি তার হলদিয়া ইতিকথা বইয়েতে লিখেছেন হলদিয়া ১৯৫৩ সাল ৫ই মে হলদিয়ার জন্মদিন কারণ ১৯৫৩ সালে ৫ই মে গেজেট প্রকাশ হয়েছিল।

 কিন্তু তার পরে ওই গেজেট কে বাতিল বলে প্রকাশিত হয়েছিল। তাহলে ওই দিনটি কোন ভাবেই তার জন্মদিন নয়। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ ১৯-৭৭ সাল ২২ শে এপ্রিল হলদিয়ার জন্মদিন পালন করেন কারণ ১৯-৭৭ সালে হলদিয়া লকগেটের ভিতরে প্রথম জাহাজ এসেছিল বলে। বন্দর কর্তৃপক্ষ ওই দিনটাকেই মান্যতা দেন।

হলদিয়ার বেশ কয়েকটি সংস্থা ১৯৮৬ সালের পর থেকে ৮ই জুন এই দিনটি পালন করছেন।

তাদের দাবি ১৯৫৯ সালে ৮ ই জুন ৬ একক জায়গা জরিপ করার জন্য মন্ত্রীর সঙ্গে কয়েকজন আধিকারীক এসে ৮ ই জুন দিনটি জরিপের কাজ শুরু হয়েছিল।  মন্ত্রী এসেছিলেন এবং জরিপের কাজের  উদ্বোধন করেছিলেন সেই জন্যই ৮ জুন হলদিয়ার জন্মদিন। ওই দিনটি হয় তাহলে ১৯ ৫৯ সাল থেকে কেন হল না ১৯৮৬ সাল থেকে তা পালন করা হচ্ছে।

একটা শহরের জন্মদিন কে নিয়ে কেন এত বিতর্ক?

এই বিতর্কের মধ্যে নতুন প্রজন্ম কি সঠিক দিন খুঁজে পাবে না?  না ৩০০ বছর পর যখন কলিকাতার জন্মদিন পালন করা নিয়ে বিতর্ক এবং শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছেন সেই ধরনের কি হলদিয়ার জন্মদিন বিতর্কিত হয়ে থাকবে? সে প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যেই।

সব বিতর্কে অবসান হোক সরকার বাহাদুর বন্দর কর্তৃপক্ষ সঠিক দিন সকলের সামনে ঘোষণা করুক।

৫০ বছরের হলদিয়া সে নিয়ে ২০০৩ সাল হলদিয়া শিল্পাঞ্চল এলাকা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সাংবাদিক এবং বন্দর কর্তৃপক্ষদের নিয়ে একটি সেমিনার হয় সেই সেমিনারে উপস্থিত ছিলেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান মদনলাল মিনা। তিনি বলেছিলেন সাধারণ মানুষের মধ্যে কণ্ঠ ভাসি হতে হবে তবেই একদিন এর সঠিক দিন ঘোষণা হবে।

 দেখতে দেখতে কয়েকটা বছর কেটেছে ২০১৯ সাল হলদিয়া মহকুমার এলাকার সাংবাদিকদের উদ্যোগেই হলদিয়া অম্বুজা সিটি সেন্টার মলে সেমিনার হয় সেই সেমিনারে বিভিন্ন দিন বিষয় নিয়ে যুক্তি তর্কে একমত সিদ্ধান্ত হয় সালটা ছিল ১৯৫৯ ঠিকদিন বিভিন্ন দিনের তাৎপর্য নিয়ে আলোচনা হয় সেই সভা থেকে সিদ্ধান্ত হয় । 

প্রকৃত দিন তারিখ ঘোষণা করুক বন্দর কর্তৃপক্ষ। ২০১৯ এ সেমিনারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যপাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং জাহাজ মন্ত্রক এছাড়া হলদিয়া বন্দর কর্তৃপক্ষ এসডিও ডি এম হলদিয়া পৌরসভা এবং উন্নয়ন পর্ষদ কে জানানো হয়েছিল প্রকৃত জন্মদিনের তারিখ ঘোষণা করার জন্য।

হলদিয়া প্রবেশদ্বার সিটি সেন্টার মোড়ে হলদিয়া জন্মদিন পালন কমিটির উদ্যোগে পালিত হলো হলদিয়ার প্রতিষ্ঠা বা হলদিয়ার জন্মদিন । এবং সেই সঙ্গে হলদিয়ার জন্মদিন কেন ১ নভেম্বর তারিখে পালন করা উচিত তা নিয়ে তথ্য ও যুক্তি দিয়ে আলোচনা করা হলো। জাতীয় শিক্ষক ড: সুজন কুমার বালা বিস্তারিত তথ্য ও যুক্তি দিয়ে আলোচনা করেন। সভাপতি হিসেবে বীরেন্দ্র নাথ মাইতি, প্রবীন হলদিয়া বাসী অমূল্য পাল, উপস্থিত ছিলেন নতুন প্রজন্মের নতুন তরুন তরুনীরা ছিলেন মতিবুল ইসলাম, রবীন্দ্রনাথ প্রামাণিক,দোলা ব্যনাজী,রীতা হালদার, ঝরনা মহাপা  .সায়ন্তি মাইতি .স্বাতী চক্রবর্তী,কবিতা প্রামানিক,দোলা ব্যানার্জী প্রমূখ।দীপশিখা গোষ্ঠীর সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক দুর্গাপদ মিশ্র আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন। বিভিন্ন স্তরের মানুষের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিদ্যালয় সমূহে, বিভিন্ন কোম্পানির কাছে, বন্দর কর্তৃপক্ষের,রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন ও তথ্য পত্র পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলে আয়োজক কমিটির পক্ষে জানানো হয়। সভা টিকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন হলদিয়া মোটর ট্রান্সপোর্ট লরি ওনার অ্যাসোসিয়েশন ।

No comments