Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হেঁড়িয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষোদগার মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

হেঁড়িয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষোদগার মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
একটা লোক বারো বার বুড়া আঙ্গুল দেখিয়েছে এই দিকে, বারবার ওরা আঙ্গুল দেখিয়েছে এরপরে এর সঙ্গে আর জামাই আদর না করাই ভালো। সবাই জানে যে কয…

 

হেঁড়িয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষোদগার মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী


একটা লোক বারো বার বুড়া আঙ্গুল দেখিয়েছে এই দিকে, বারবার ওরা আঙ্গুল দেখিয়েছে এরপরে এর সঙ্গে আর জামাই আদর না করাই ভালো। সবাই জানে যে কয়লা স্কামের ডাইরিতে 'এমজি'  বলে একটা নাম ছিল। লেখা ছিল 'এমজি'। এই এনজিওটা কে  সবাই জানে আর মলয় বাবুকে দিয়েছিল। তৃণমূল কাউন্সিল আজ তিনি যত বেআইনি প্রোপার্টি করেছে নিউটাউন থেকে আসানসোল পর্যন্ত তথ্য তো হাতে হাতে ঢুকছে তার জন্য তো তদন্তের দরকার নেই আমরা ওনাকে খুব তাড়াতাড়ি কেষ্ট মন্ডলের পাশে দেখতে চাই। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির বর্ধিত কার্যকরীণি বৈঠকে যোগ দিয়ে হেঁড়িয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষোদগার মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

No comments