Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুঁকড়াহাটী-রায়চক ফেরি সার্ভিস বন্ধের জেরে পথ অবরোধ

কুঁকড়াহাটী-রায়চক ফেরি সার্ভিস বন্ধের জেরে পথ অবরোধ

বঙ্গোপসাগরে দানা বাঁধা অতি গভীর নিম্নচাপ শুক্রবার সকালে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় 'মিধিলি'-তে। শনিবার ভোরে এটি বাংলাদেশের মঙ্গলা এবং খেপুপানার মধ্যে আছড়ে পড়তে পারে। এর…

 




কুঁকড়াহাটী-রায়চক ফেরি সার্ভিস বন্ধের জেরে পথ অবরোধ



বঙ্গোপসাগরে দানা বাঁধা অতি গভীর নিম্নচাপ শুক্রবার সকালে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় 'মিধিলি'-তে। শনিবার ভোরে এটি বাংলাদেশের মঙ্গলা এবং খেপুপানার মধ্যে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে শুক্রবার থেকে শনিবার সকালের মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল এবং দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ১ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যা বেড়ে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে সন্দরবন ও সংলগ্ন অঞ্চলে।বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার দুপুর থেকে কুঁকড়াহাটি-রায়চক ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।এরপরেই হলদিয়া-কুঁকড়াহাটি রাজ্য সড়ক অবরোধ করে যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁচ্ছায় স্থানীয় সুতাহাটা থানার পুলিশ।

No comments