স্বাস্থ্য পরীক্ষা শিবির
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত কিসমত শিবরামনগর পূর্ব মধ্যম পল্লী এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। হলদিয়া হিরন্ময়ী এনার্জি লিমিটেডের উদ্যোগে কিসমত শিবরামনগর এলাকায় ফ্রী মেডিকেল চেকআপ শিবির হয়। শ…
স্বাস্থ্য পরীক্ষা শিবির
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত কিসমত শিবরামনগর পূর্ব মধ্যম পল্লী এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। হলদিয়া হিরন্ময়ী এনার্জি লিমিটেডের উদ্যোগে কিসমত শিবরামনগর এলাকায় ফ্রী মেডিকেল চেকআপ শিবির হয়। শিবিরে প্রায় তিনজন ডাক্তারবাবুর সহ কোম্পানির আধিকারিকরা উপস্থিত ছিলেন। এলাকার মানুষ জন উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করান প্রায় দুই শতাধিক। স্বাস্থ্য পরীক্ষার পর বিনা পয়সায় তাদের হাতে ওষুধ তুলে দেওয়া হয়। জানালেন গ্রাম কমিটির সম্পাদক ও পঞ্চায়েত সদস্য কাঞ্চন কুমার খাঁড়া।
তিনি বলেন কিসমত শিবরাম নগর পূর্ব পল্লী কার্তিক মাসে ব্রত পালন ১৭ ই নভেম্বর তারিখে শেষ ছিল। শেষ দিনে সমস্ত গ্রাম বাসীদের ভোগ প্রাসাদ সেবা দেওয়া হল। উক্ত ভোগ প্রাসাদ জন্য সাহায্য করেছেন হলদিয়া হীরন্ময়ী ইনার্জি কোম্পানি ও ইলোকট্রো স্টিল কোম্পানি।
No comments