Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চৈতন্যপুর মোড়ের জল যন্ত্রণা থেকে মুশকিল আসান

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/v-jIZ7_jSvU
চৈতন্যপুর মোড়ের জল যন্ত্রণা থেকে মুশকিল আসান 
দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মুশকিল আসান। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সা…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/v-jIZ7_jSvU


চৈতন্যপুর মোড়ের জল যন্ত্রণা থেকে মুশকিল আসান 


দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মুশকিল আসান। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেই চৈতন্যপুর মোড়। প্রায় চার শতাধিক দোকানদার রয়েছে। অল্প বৃষ্টি হলেই চৈতন্যপুর মোড়  এলাকায় এক হাটু জলে ডুবে যেত । এই মূর্তি সব থেকে ব্যস্ততম মোড়, খুব কম সময়ে হলদিয়া থেকে চৈতন্যপুর- কুকড়াহাটি হয়ে কলিকাতা পৌঁছে যাওয়া যায়। দুর্গাচক থেকে মেচেদা ভায়া চৈতন্যপুর মোড় এই এলাকা জুড়ে স্কুল কলেজ মেডিকেল কলেজ রয়েছে প্রত্যেককেই এই চৈতন্যপুর মোড় থেকেই আসতে হয় কিন্তু অল্প বৃষ্টি হলেই হাঁটু উপর জল জমে যেত তার ফলেই সাধারণ মানুষের জনজীবন বিপন্ন হয়ে যেত বিশেষ করে যারা ফুটপাতে দোকান নিয়ে বসতেন।

দীর্ঘদিন এলাকার মানুষের অভিযোগ ছিল জল নিকাশি। জল নিকাশি না থাকার জন্যই এই ধরনের সমস্যা পড়তো স্থানীয় দোকানদার সহ এলাকার মানুষ। কোটি টাকা খরচ করে কুকড়াহাটি থেকে চৈতন্যপুর পর্যন্ত রাস্তা তৈরির কাজ চলছে। ইতিমধ্যে ব্রজলাল চক থেকে চৈতন্যপুর পর্যন্ত রাস্তা কাজ শেষ হয়েছে। কিন্তু চৈতন্যপুর মোড়ের জল নিকাশি নিয়ে জল যন্ত্রণায় ভোগ করতে হতো এলাকার মানুষদের।

 সদ্য  ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হয়েছে। চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের দখলে এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তারা প্রথমেই তাদের উন্নয়নের কাজ হিসেবে জল যন্ত্রণা থেকে এলাকার মানুষকে মুক্ত করার জন্য এগিয়ে এলেন প্রধান সোমনাথ মান্না।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বিগত দিনে যারা ছিলেন অবহেলিত করেছে চৈতন্যপুর কে। সাধারণ মানুষের রুটি রোজগারের দিকে কখনোই গুরুত্ব দেননি। অল্প বৃষ্টি হলেই জল যন্ত্রণায় ভোগ করতে হতো সাধারণ মানুষকে। আমি এই এলাকার ভোটার এই গ্রামেরই মানুষ আমি প্রধান নির্বাচন হয়ে আমার প্রথম উদ্যোগ নিকাশি নালা এবং চৈতন্যপুরের জল যন্ত্রণা থেকে মুক্ত করতে এলাকার মানুষদের সাথে থাকা। তাই আমি চৈতন্যপুর মোড় এলাকার ড্রেন পরিস্কার করা, বিশেষ করে মেছাদা গ্রামী বাসস্ট্যান্ডের উপর নোংরা জল জমে থাকতো সেই নোংরা জল পেরিয়ে সাধারণ মানুষকে বাসে রিক্সা টোটো অটোতে উঠতে হতো। জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে সকল সদস্যদের নিয়ে মোড়ের পাশাপাশি ড্রেনগুলি পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ বটব্যাল বলেন এটা কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করা হয়নি এমনই নয়। কুকড়াহাটি থেকে চৈতন্যপুর পর্যন্ত রাস্তা তৈরীর কাজ চলছে সে জন্যই নিকাশী নালার সমস্যা আছে এবং থাকবে যত সময় পর্যন্ত রাস্তার কাজ শেষ না হয়। আমরা পঞ্চায়েত সমিতি উদ্যোগে বিভিন্ন রাস্তা সংস্কারের উদ্যোগ নেব।

No comments