ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/UVVZTlAOlW0
রাজ্যের মুখ উজ্জ্বল করলো আজগর পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ডিঃঘাশীপুর গ্রামের দামাল ছেলে আজগর আবার কার র্যালি চ্যাম্পিয়ন …
https://youtu.be/UVVZTlAOlW0
রাজ্যের মুখ উজ্জ্বল করলো আজগর
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ডিঃঘাশীপুর গ্রামের দামাল ছেলে আজগর আবার কার র্যালি চ্যাম্পিয়ন হলেন।আইএনটিএসডিআরসি ব্যাঙ্গালোর মিস্টি গ্রিন টিএসডি গাড়ি র্যালি চ্যাম্পিয়ন হয়ে গৌরবাননিত করল রাজ্যকে এবং পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াকে আজগর আলী (পল্টু) । একদিকে সামাজিক কাজ অন্যদিকে রাজনীতি বর্তমানে তমলুক সাংগঠনিক জেলার তৃনমূল যুব কংগ্রেস সভাপতি সেক আজগর আলী। এই র্যালি পূর্বে আরো একটা পরিচয় আছে, ন্যাশানাল কার র্যালি কয়েকবারের চ্যাম্পিয়ন। সকলের আশীর্বাদে আবারো INTSDRC Bangalore Misty Green tsd car rally 150 Km চ্যাম্পিয়ন হয়ে বাংলার নাম উজ্জ্বল করলেন।
শুভেচ্ছা অভিনন্দন জানালেন পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি অ্যাসোসিয়েশন সম্পাদক শেখ সামাদ আলী।
No comments